Today 20 May 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বায়না

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ০৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1341বার পড়া হয়েছে।

দারুন শীতে
যায় দাঁড়িয়ে
আমার গায়ের লোম !
একটু দেবে
একটু দেবে
তোমার বুকের ওম !

১,৪০৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  ওয়াও! এক্কবারে বাজীমাত….

 2. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  দারুণ লিখেছেন । এরকম ওম এর বায়না তো একটু করাই যায়!! ভালো লাগলো খুব।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ছড়া ভাল লাগল । শুভ কামনা ।

 4. আরজু মন্তব্যে বলেছেন:

  বাহ চমৎকার ছোট কবিতাতে চমৎকার ভাবে জীবনের এক্প্রেশান।খুব ভাল লাগল।ধন্যবাদ মোস্তফা ভাই চমৎকার কবিতাটির জন্য।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভালবাসার বায়না ভাল লেগেছে।

 6. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  ভালোই বায়না ধরেছেন। পেলেন নাকি?

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ছোট ছড়া । ভালই হেহেহেহেহেহেহ
  বাপরে কি যে চাইছেন

 8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার ছড়া ।

 9. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  তা হলে শীত হলে ভালই হয় দেখছি! বাড়তি ওম পাওয়া যায়!
  ভাল লাগল বেশ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top