Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বায়না

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ২৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1297বার পড়া হয়েছে।

বায়না
মিলন বনিক

ছোট্ট মনির ময়না
রাগলে কথা কয়না,
টুনটুনি তার ছোট বোন
ধরে শুধু বায়না।
হাঁটি হাঁটি পা দুটিতে
রিনিঝিনি নূপূর বাজে,
এদিক ওদিক ছুটবে শুধু
সাজবে আরও বধূ সাজে।
বকলে পরে ময়না
ধরে না আর বায়না,
আদর দেবো সোহাগ দেবো
তাতেও কিছু হয় না।
ময়না বলে, টুনটুনি তুই
বড্ড বেড়েছিস,
টুনটুনি কয় এ বয়সে
তুইও নেচেছিস।

১,৩৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর ছড়া

  অনেক শুভ কামনা রইল

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার লিখেছেন তো !
  ভাল লাগা জানিয়ে দিলাম ।

 3. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ময়নার বায়না খুব ভাল লেগেছে।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া।
  অনেক ভাল লাগা।

 5. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “ময়না বলে, টুনটুনি তুই
  বড্ড বেড়েছিস,
  টুনটুনি কয় এ বয়সে
  তুইও নেচেছিস।”
  ছোট্ট ও নিটোল ছড়ায়,জীবনেরও কথা বলা হয়ে গেছে।

  ভাল লাগা +++++++++++++++++++++

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  দারুন ছড়া লিখেছেন। আমি এখন বায়না ধরছি আমার মেয়ের জন্য একটি ছড়া লিখবেন। আমার মেয়ের নাম আনিকা।

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  শিশুতোষ ছড়া , ভাল লাগলো, ধন্যবাদ, ভাল থাকুন কবি।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top