Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিজ্ঞানের প্রৌঢ়ি

লিখেছেন: সহিদুল ইসলাম | তারিখ: ১৪/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1785বার পড়া হয়েছে।

বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ,
কিন্তু সে কেড়ে নিয়েছে আবেগ
 
বিজ্ঞান মানুষকে দিয়েছে গতি,
কিন্তু সে কেড়ে নিয়েছে রতি
 
বিজ্ঞান মানুষকে দিয়েছে শক্তি,
কিন্তু সে বিধির প্রতি কমিয়েছে ভক্তি।
 
বিজ্ঞান মানুষকে দিয়েছে বল,
এই সুযোগে কেউবাকরে যায় ছল
 

বিজ্ঞান মানুষকে দিয়েছে জোর,
এই সুযোগে হ্যাকিং,করে আধুনিক চোর।  
 
বিজ্ঞান মানুষকেকরছে শক্তিধর,
কুব্যবহারেকারো আবার ভেঙ্গেছে ঘর
 
বিজ্ঞান মানুষকে দিয়েছে প্রৌঢ়ি,
প্রযুক্তির সুব্যবহারে,এসো সুষ্ঠু সমাজ গড়ি
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

১,৭৪৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমার পরিচিতিঃ আমি, মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারী, আমার জন্ম-ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়ীতে । পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জ্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরী জনিত কারনে আমি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হই। বর্তমানে এই গ্রামেই আমি স্থায়ী ভাবে বসবাস করছি। দুই ভাই এক বোনের মধ্যে আমি বাবা-মার প্রথম সন্তান। আমার লেখাপড়া শুরু হয় উমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এই বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী ও বরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি, পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন (হাই স্কুল) হতে ১৯৯২ সালে সাফল্যের সহিত এস,এস,সি পরীক্ষা পাশ করি । সরকারী দেবেন্দ্র কলেজ হতে ১৯৯৪ সালে আই,কম, ১৯৯৬ সালে বি,কম এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়_বাংলাদেশের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। এম,কম শেষ পর্বের পরীক্ষা শেষ করার আগেই আমি ১৯৯৮ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করি এবং চাকুরীরত অবস্থায় এম,কম সমাপনী পর্ব সাফল্যের সাথে সমাপ্ত করি। ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি। ২০০৯ সাল হতে আগস্ট/২০১৪ সাল পর্যন্ত জুরং শিপইয়ার্ড_ সিঙ্গাপুরে কম্পিউটার অপারেটর হিসেবে এবং সেপ্টেম্বর/২০১৪ হতে অদ্যাবধি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে _ স্যাম্বক্রপ মেরিন_সিঙ্গাপুরে কাজ করছি। আমি ছোটবেলা থেকে লেখালেখি করি । মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমি গল্প, কবিতা, প্রবন্ধ ( রাজনৈতিক এবং সমসাময়িক) এবং উপন্যাস লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আধুনিক বা সাম্প্রতিক পটভূমিকা নিয়ে লেখাই হল আমার অভিগমন। মানুষের দুঃখ-দুর্দশা আমার মনকে সর্বাধিক ক্ষতবিক্ষত করে। আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম “আবীর”। যৌথভাবে আমার প্রকাশিত বই ১০০ কবির প্রেমের কবিতা ২য় এবং ৩য় খণ্ড। আমি দেশ এবং বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত গল্প, কবিতা এবং উপন্যাস লিখছি_ এর মধ্যে রয়েছে _ বাংলারকন্ঠ (সিঙ্গাপুর), দৈনিক সিলেটের আলাপ, আমাদের কিশোরগঞ্জ, বাংলারকন্ঠ(অস্টেলিয়া), সাভার নিউজ ২৪ ডট কম, সংবাদ ২৪ ডট নেট, প্রিয় ডট কম, রাঙ্গুনিয়া ২৪ ডট কম, এবি নিউজ২৪, বিবেকবার্তা ডট কম, বাংলা কবিতা ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, গল্প কবিতা ডট কম ইত্যাদি। মোহাম্মদ সহিদুল ইসলাম Sahidul_77@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৫৩৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১০-১১ ১৭:০২:১৬ মিনিটে
Visit সহিদুল ইসলাম Website.
banner

৮ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাবনা অন্যরকম ।
    তবে অন্যভাবনাও আছে ।
    ভাল লাগল

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    আমাকে প্রেরণা দেবার জন্য, অনেক ধন্যবাদ |

  3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    অন্যরকম একটা বিষয় নিয়ে লিখা । ভাল লাগল দাদা

  4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ ভাইয়া।

  5. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    আসলেই বিজ্ঞানের সুব্যবহারের চেয়ে কুব্যবহারই বেশি হচ্ছে।

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অনেক সুন্দর লিখেছেন ভাই। বিজ্ঞান সত্যিই আবেগ কেড়ে নিয়েছে।

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    নাইস

    ভালো লাগলো পড়ে
    শূভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top