Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিনামূল্যে ফোন করতে ফেসবুকের নয়া অ্যাপ

লিখেছেন: মাসুদ পারভেজ | তারিখ: ০৮/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1286বার পড়া হয়েছে।

নতুন অ্যাপ আনছে  সোশ্যাল নেটওয়ার্টিং সাইট ফেসবুক৷ তাদের নতুন এই অ্যাপের নাম হ্যালো৷ নতুন এই অ্যাপের মাধ্যমে বিনা কল চার্জেই কল করতে পারবেন বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে৷

1

জানা গিয়েছে, ওয়াইফাই ব্যবহার করে এই অ্যাপের সাহায্যে ফ্রি’তে কল করতে পারবেন ব্যবহারকারী৷

বুধবার ফেসবুকের তরফে জানানো হয়েছে, এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারী আরও অনেক  সহজে ওয়াইফাইকে ব্যবহার করে বিনামূল্যে কল করার সুযোগ পাবেন৷ পাশাপাশি এই অ্যাপের সাহায্যে আপনি যাকে ফোন করছেন তার লোকেশনও জানতে পারবেন ব্যবহারকারী৷ এছাড়া কল ব্নক করার সুবিধাও থাকবে নয়া এই অ্যাপে৷ কেবলমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন৷

১,২৬৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৩ ১৫:৪৮:১৪ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    সৃখবর!
    ভাল লাগল। ধন্যবাদ।

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কবে থেকে এই সুবিধা পাবো
    জানাবনে কি ?

    সুখবর তো

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    দারুণ খবর ! কবে আসছে ?
    অধীর আগ্রহে অপেক্ষায় আছি !
    সুন্দর ও গুরুত্ববহ পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    জানানোর জন্য ধন্যবাদ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top