Today 19 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিনা শাসনে

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১৭/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1039বার পড়া হয়েছে।

চেয়ে দেখ ঐ , যায় কটি ছেলে
চলছে রাস্তায় হেলে দোলে ,
তার পা দুটো ফেলছে এলো মেলো
বলছে কথা অগোছালো ।
খেয়েছে কি পানি দিন দুপুরেই
শরম লজ্জার নেই বালাই নেই ।
চলনে বলনে দেখায় যে ঠাট
বাপ যেন তার হয় বড় লাঠ ।
শৈশব কেটেছে বিনা শাসনে
কৈশোর , চাকচিক্য বসনে ।
বাবা ভাবে কি হবে শাসনে
কদিন পর বসবে আসনে ।
মায়ের দেয়া সেই অর্থের যোগানে
যায় ছেলে আন্ধার ভূবনে ।
অর্থের যোগান তার থেমে যায় যখন
রোজির ধান্দায় নামে তখন।
হাইজাক, ছিন্তাই, ডাকাতি সব মিলে
ধৃত হয়ে যায় সে জেলে ।

১,০১৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ
  ভাল লেখা
  ভাল লাগল

 2. এস কে দোয়েল মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো বেশ। আরো লিখুন।

 3. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল প্রিয় আবদুর রহমান ভাই।

 4. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অনেক মজার ছড়া —– !

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ । শুভ কামনা । ভাল থাকুন ।

 6. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  শরম লজ্জার নেই বালাই নেই ।
  চলনে বলনে দেখায় যে ঠাট
  বাপ যেন তার হয় বড় লাঠ ।
  শৈশব কেটেছে বিনা

  মা বাবার বিনে শাসনে ছেলেদের উচ্ছন্নে যাওয়া। পারিবারিক শাসন জরুরী সন্তানের চরিত্র ও মানবিক মানসিক গঠনে। সুন্দর কবিতা রহমান ভাই। শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top