নোটিশ
বিলাসী মন তোমার
এই লেখাটি ইতিমধ্যে 1419বার পড়া হয়েছে।
আমায় তুমি বলো
এসো বৃষ্টিতে ভিজি দুজনে
অথচ সাতরঙ্গা সৌখিন ছাতা
তুমি করো না হাত ছাড়া। বৃষ্টির
ছাঁচ ফেরাও সযতনে। মেকাপ রাখো অক্ষত।
শাড়ির ভাঁজ পরিপাটি।
আলতারঙ্গা পা বন্দি-শোভিত
ভিনদেশি জুতোয়।
কি বিলাসী মন তোমার
আজও বুঝিনি।।
১,৪৩২ বার পড়া হয়েছে
অনবদ্য পরান ভাই ।
আপনার ভাবনার দারুণ প্রকাশ হয়েছে কবিতা য়।
মনোমুগ্ধকর কবিতা
অনেক ভাল লাগল
শুভেচ্ছা কবি