বিশ্বসেরা গোয়েন্দা চরিত্র
এই লেখাটি ইতিমধ্যে 1367বার পড়া হয়েছে।
সাহিত্যের একটি বড় অংশ জুড়ে আছে গোয়েন্দা গল্প। আর যে কোনো পাঠকের কাছে গোয়েন্দা গল্পের স্বাদই আলাদা। এই স্বাদ পাওয়ার জন্য অনেকেই গোয়েন্দা গল্প পাঠ করতে থাকেন। কখনো কখনো স ষ্টার চেয়ে তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র বিখ্যাত হয়ে যান। শার্লক হোমস চরিত্রটি তার স্রষ্টা আর্থার কোনান ডয়েলের চেয়েও খ্যাতিমান। যাক সে কথা, পৃথিবীর প্রথম আধুনিক গোয়েন্দা চরিত্রটির কথাও লিখে রাখা যেতে পারে। মার্কিন ছোটগল্পকার এডগার এলান পো’র অসামান্য চরিত্র সি অগাস্ত দুঁপে। ১৮৪১ সালে এলান পো তার প্রথম গল্প দ্য মার্ডারস ইন দ্য রু মর্গ লিখেন। এখানেই পাঠকের সঙ্গে পরিচয় এক গোয়েন্দা চরিত্রের। পরের বছর প্রকাশিত দ্য মিস্ট্রি অব ম্যারি রজেট গল্পেও পাওয়া যায় দুঁপে-কে। যাক এবার সেরা গোয়েন্দা চরিত্রগুলোর তালিকা তুলে দেয়া হলো।
১.শার্লক হোমস, স্কটিশ সাহিত্যিক স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট চরিত্র। তিনি অনেক গল্প-কাহিনী লিখলেও শার্লক হোমস তাকে অসামান্য খ্যাতি এনে দেয়।
২.যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক রেক্স স্টাউট সৃষ্ট গোয়েন্দা চরিত্র নিরো উলফ।
৩.নাট্যকার, সমালোচক, কবি ও ঔপন্যাসিক জি কে চেস্টারটন তৈরি করেছেন ফাদার ব্রাউন।
৪.মারভিল ডেভিশন পোস্ট রচিত চরিত্র আঙ্কল এবনার।
৫.রস ম্যাকডোনাল্ড, যুক্তরাষ্ট্রের থ্রিলার লেখক তৈরি করেছিলেন লিউ আর্চার নামে একটি চরিত্র।
৬.যুক্তরাষ্ট্রের আরেক ঔপন্যাসিক আর্ল ডের বিগারস। ১৯২৫ সালে লেখেন গ্রন্থ দ্য হাউজ উইদাউট এ কি, এখানে পাঠকের সঙ্গে সাক্ষাৎ হয় চারলি চ্যান নামের চরিত্রের।
৭.ইংরেজ লেখিকা আগাথা ক্রিস্টি, গ্রামীণ চিরকুমারী এক চরিত্র তৈরি করেন যার নাম মিস জেইন মের্পল। তাকে মিস মের্পল নামে গোয়েন্দা পাঠকেরা চিনেন। আগাথা ক্রিস্টির সৃষ্ট চরিত্র বেলজিয়ান গোয়েন্দা এরকিউল পয়রো।
৮.দুই মার্কিন লেখক ফ্রেডারিক ড্যানি এবং ম্যানফ্রেড ব্যানিংটন লি সৃষ্ট চরিত্র এলেরি কুইন।
৯.বেলজিয়ামের ঔপন্যাসিক জর্জেস সিমেন নির্মিত চরিত্র ইন্সপেক্টর মেগরে। তিনি গোয়েন্দা পুলিশ। জর্জেস সিমেনের লেখা প্রকাশিত গোয়েন্দা-গ্রন্থের সংখ্যা ১০০টি।
১০.ইংরেজ লেখিকা মার্জারি এলিংহাম সৃষ্ট চরিত্র আলবার্ট ক্যামপিয়ন।
তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো অ্যাট ব্ল্যাক ডাডলি, ফ্লাওয়ারর্স ফর দ্য জাজ, মোর ওয়ার্ক ফর দ্য আনডারটেকার, দ্য চায়না গভর্নেস, দ্য মাইন্ড রিডারস ইত্যাদি।
১১.জন ডিকসনের সৃষ্ট চরিত্রের নাম ডক্টর গিডিয়ন ফেল।
১২.মার্কিন ঔপন্যাসিক রেমন্ড চ্যান্ডলার সৃষ্ট চরিত্র ফিলিপ মার্লো।
১৩. মার্কিন ঔপন্যাসিক আরলি স্ট্যানলি গার্ডনার সৃষ্ট চরিত্র পেরি মেসন।
১৪.মার্কিন ঔপন্যাসিক ড্যাশিয়েল হ্যামেট সৃষ্ট চরিত্র স্যাম স্পেড।
১৫.ইংরেজ লেখিকা ডরোথি এল সেয়ার্স সৃষ্ট জনপ্রিয় চরিত্র লর্ড পিটার উইমসি।
১,৪৪৮ বার পড়া হয়েছে
সুন্দর একটি পোষ্ট দিয়েছন । ভাল লাগল ।
আপনি প্রিয় সাংবাদিক ওবাদুল গনি চন্দন ভাই ?
আপনাকে স্বাগতম,,
বিশ্বসেরা গোয়েন্দা চরিত্র ভাল লাগল।
দারুন একটি লেখা পোস্ট করেছেন।