নোটিশ
বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু
এই লেখাটি ইতিমধ্যে 1047বার পড়া হয়েছে।
এই সেতুর দৈর্ঘ্য মাত্র ৩ মিটার। কিন্তু অবাক হয়ে যাবেন যখন শুনবেন এই সেতুর দুই পাশে দুটি দেশ। অর্থাৎ এটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু।
দুটো ছোট ছোট দ্বীপ এই সেতু দিয়ে জোড়া। কানাডা ও আমেরিকার দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত। বড় দ্বীপে আছে মাত্র একটা বাড়ী যা কানাডার অংশ। আর আমেরিকার অংশ ছোট দ্বীপে কোন বাড়ী-ঘর নেই। দ্বীপ দুটো হল জাভিকন আইল্যান্ড এবং লিটল জাভিকন আইল্যান্ড। একটি মজার কাহিনী এই দ্বীপ দুটিকে নিয়ে প্রচলিত হয়ে গেছে। কানাডার অংশের দ্বীপের মালিক স্ত্রীর সাথে ঝগড়া করে মাঝে মাঝে দেশত্যাগ করতেন অর্থাৎ বড় দ্বীপ থেকে ছোট দ্বীপে গিয়ে সময় কাটাতেন।
১,১৫১ বার পড়া হয়েছে
আপনি সেতুটি দেখার সুযোগ করে দিলেন ।অনেক ধন্যবাদ ।
চমৎকার তথ্য
আহা আমার যদি একটা বাড়ী থাকতো ঐ দ্বীপে।
দারুন তথ্য। খুব মজা পেলাম।
খুবই মজার একটা তথ্য। ধন্যবাদ।
সেতুর ব্যাপারটি জানা হল।ধন্যবাদ।
মজার এবং নতুন কিছু জানা গেল পোস্টের সুবাদে।
জেনে খুশী হলাম।
বেশ মজার তথ্য শেয়ার করলেন! লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাগ্যবান বাড়িটির মালিক স্ত্রীর সাথে ঝগড়া করে যে ছোট দ্বীপে যেতেন –
তিনি থাকতেন কোথায়? ওখানে তো কোন বাড়ি নেই বললেন?
ভীষণ মজার তথ্য, বেশ ভাল লাগল।
মজার তথ্যের জন্য ধন্যবাদ আপনাকে
শুভকামনা