বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ৫টি চাকরি
এই লেখাটি ইতিমধ্যে 1082বার পড়া হয়েছে।
কোন চাকরি সবচেয়ে আনন্দের? কেবল ভালো বেতন কি চাকরিতে আনন্দের মূল উৎস? গার্ডিয়ানের জরিপে উঠে এসেছে, পাঁচটি চাকরির কথা, যেগুলো সবচেয়ে আনন্দদায়ক৷
টেকনিক্যাল ডিজাইন মেকার
শিল্পকারখানায় কোনো সমস্যা সমাধানে নতুন নকশার প্রস্তাব দেয়া এবং আপনার নকশাটা মনোনীত ও বিক্রি হওয়া- স্টুয়ার্ট বেরি’র মতে এ কাজটা তাকে আনন্দ দেয়৷ আইডিয়া খোঁজার মধ্যে নিজের স্বাধীনতা আছে এবং নিত্যনতুন প্রযুক্তি নিয়ে কাজ করা যায়, ফলে প্রতিদিন নতুন কিছু শেখা যায়৷
শিক্ষকতা
কোন কাজটা আপনাকে আনন্দ দেয়? কারিনা থম্পসনকে এ প্রশ্ন করা হলে তিনি জানান, বেশিরভাগ শিক্ষক বলেছেন, পড়ানোর সময় শিক্ষার্থীর চোখে যে দীপ্তি দেখা যায় সেই মুহূর্তটা সবচেয়ে আনন্দের৷ এছাড়া তিনি বলেন, ‘‘শিশুদের সাথে কাজ করার সময় নিজেকে সবসময় তরুণ মনে হয়। পুরো দিনটা হাসিতে ভরা থাকে৷ সেই সাথে বিচিত্র ও সৃজনশীল কাজ করা হয়৷’’
হাসপাতালের নার্স
জোয়ানে উপটন রোগীদের সেবা করায় আনন্দ খুঁজে পান। যুক্তরাজ্যের ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টারে কাজ করেন তিনি৷ তার মূল কাজ ত্বক ক্যান্সারের রোগীদের সেবা করা৷ ‘‘প্রতিদিন চমৎকার সব মানুষের সাথে দেখা হয় আমার৷ তারা আমাকে সবসময় ইতিবাচক অনুপ্রেরণা দেন।’’
চিকিৎসক
অধ্যাপক ডেভিড গেরি লন্ডনের মোরফিল্ডস চক্ষু হাসপাতালের সার্জন৷ তিনি বলেন, ‘‘অস্ত্রোপচারের পর কোনো মানুষ যখন দৃষ্টিশক্তি ফিরে পায় এর চেয়ে তৃপ্তির কিছু হতে পারে না।’’
মালি
বাগানের একজন মালির আয় খুব একটা বেশি নয়। কিন্তু সেখানে কাজ করার ক্ষেত্রে নিজস্ব স্বাধীনতা রয়েছে৷ ঘরের বাইরে প্রকৃতির মাঝে কাজ করা এবং ঋতুর পরিবর্তন দেখার আনন্দ রয়েছে- এমনটাই মনে করেন ইংল্যান্ডের পার্ক থেরাপি বাগানের মালি সুসি আটারবারি।
১,০৬৫ বার পড়া হয়েছে
আপনার ভালো ভাবনার প্রয়াস
ভালো লাগলো অনেক
শুভ কামনা রইল
মালি’র কাজ তো বেশ মহিমার কাজ।
অথচ আমাদের সমাজ ব্যবস্থায় এ পেশাকে ‘কমিন’ শ্রেণির কাজ বলে চিহ্নিত কারা হয়!
শিক্ষক ! হুম, সত্যিই অসাধারণ একটা পেশা ! সৌভাগ্যক্রমে আমার কিছুদিন আমার এ পেশায় কাজ করার সুযোগ হয়েছিল ! সত্যিই দারুণ মজার একটা পেশা ! তাই, ভবিষ্যতের পেশা হিসেবেও এটাকেই মনে-প্রাণে প্রত্যাশা করছি !