Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিষন্নতা

লিখেছেন: সোহেল আহমেদ পরান | তারিখ: ২৯/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1584বার পড়া হয়েছে।

সব ছাপিয়ে বিষন্নতা

ধরছে গলা চেপে
সুখ -পাখি টা হারিয়ে ডানা
উঠছে কেঁপে কেঁপে ।

মনের বাড়ি
অন্ধকারে ডুবে
চাঁদের বাতি
জ্যোৎস্না দেবে কবে!

আমার যে, সে
ভাবছে কি আর আমায়
হৃদয় গলছে
অচল কোনো তামায়।

কস্টগুলোন
যায় যে নেড়ে কড়া
ভেতর বাড়ির
চায় অধিকার ত্বরা।

এমন করেই
কাল কি যাবে বয়ে!!
বিষন্নতার
থাবা মাথায় নিয়ে!

১,৫৭১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১০৩ টি
সর্বমোট মন্তব্য: ৬৫৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৫-২৭ ০৪:০৪:৩১ মিনিটে
banner

১৮ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  বাহ সুন্দর!

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  বাহ সুন্দর!খুব সুন্দর !!

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Darun bhabna
  bhalo laglo

 4. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন প্রিয় ……..

 5. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  সব ছাপিয়ে বিষন্নতা
  ধরছে গলা চেপে
  সুখ -পাখি টা হারিয়ে ডানা
  উঠছে কেঁপে কেঁপে ।
  মনের বাড়ি)))))++++++সুন্দর

 6. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  ”কস্টগুলোন
  যায় যে নেড়ে কড়া
  ভেতর বাড়ির
  চায় অধিকার ত্বরা।”
  ভেতর বাড়ির অধিকার পেয়ে যান তাড়াতাড়ি এই শুভকামনা রইলো। কবিতায় অজস্র ভালো লাগা।

 7. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  প্রথম চার চরণে মাত্রা বিভ্রাট ছাড়া ছড়াটি সুন্দর হয়েছে । শুভ কামনা ।

 8. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  অসাধাৱন লিখেছেন।

 9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভালবাসার সময়গুলো থেমে থাক। ভাল লাগল অনেক

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top