Today 16 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিষ্মিত আবেদন~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ২১/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 853বার পড়া হয়েছে।

তোমার বুকের ভেতর একটি বিষ্ময়বোধক ভাষা জুড়ে দিই,
আর অমনি গভীর বিশ্বাসে জেগে উঠল মরা নদীটি ।
প্রতিদিন সকাল-সন্ধ্যা নদীটির পাশ দিয়ে হেঁটে বেরোই ।
ওর স্বরূপ সন্ধানে মত্ত থাকি,
কথা বলি ।
ও আমাকে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে থাকে ।
আমি যে পাগল, অবশ্য যেটুকু পাগলামো করলে ভালোবাসা যায়, হৃদয়ের কাছাকাছি যাওয়া যায় ঠিক সেটুকুতেই সীমাবদ্ধ থাকি ।
আমার জানার ইচ্ছে হয় খুব !
ওর পাশে চলতে চলতে ভালো লেগে যায় ।
গভীরে ডুব দিয়ে শুনি, “নাব্যতা জুড়ে অদ্ভুত রকমের কান্না”
ওর মধ্যে একটি সরল প্রবাহ ছিল ।
অসংগত শৃঙ্খল ভেঙে জানতে চেয়েছিল প্রেম ।
মনুষ্য সৃষ্ট বক্রতা ও উর্দ্ধগামী যৌবন প্রবাহে বিষিয়ে উঠছে নিজেই,
যেন তুমি ও নদীর মধ্যে…
তুমি প্রকৃতি, আর আমরা পুরুষ । কী করব বলো ? সামাজিক এই সব দায়বদ্ধতা আর ভালো লাগে না আমার !
তোমার নাব্যতা জুড়ে যে কান্না, বেঁচে ওঠার যে মৌলিক আবেদন শুনেছি ভালো না বেসে থাকতে পারলাম কই !
তোমার সরল প্রবাহে মিশে গেছি ।
তারপর…
তারপর… এমন জোয়ার এলো দু’কুল ছাপিয়ে প্রবল জলোচ্ছ্বাস !
আমি ভালোবেসে তোমার স্রোতে শরীর এলিয়ে দিলাম । তুমি-আমি ভাসি আর ভাসতেই থাকি যেন ! আর…

২১ ডিসেম্বর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

৮৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৫ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আর……..????

  ভালবাসায় ভাসাভাসি ভাল

  কবিতা ভাল লাগল।

 2. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  আর… এখানেই রহস্যটা রেখে গেলাম আপু ।ধন্যবাদ ভালো থাকবেন ।

 3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আর অমনি গভীর বিশ্বাসে জেগে উঠল মরা নদীটি ।
  একটি কথা আছে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর।

 4. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  সেটাই তো দাদা । ভালো থাকবেন নিরন্তর ।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  আমার কাছে কবিতা দারুন চমৎকার লেগেছে

  ভাব ভাবনা আরো চমৎকার
  বেশ ভালো লাগলো
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top