Today 16 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বিষয়হীন গল্প

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ২৭/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 893বার পড়া হয়েছে।

বিষয়হীন গল্পে কেটে গেল সারা রাত
বহুদিন পর তোমার উছিলায় দেখিলাম প্রভাত।
কত কথা হল; কত কি হল জানা।
কথার পিঠে কথা;কত কি গোপন হল বেগানা।
স্মৃতিময় রাত আমার জীবন লিপির।
অপেক্ষায় ছিলাম কত-এমন নিশির।
প্রতিক্ষণ কেটে গেছে ভাল লাগার আবেশে।
কথার ফাঁকে ফাঁকে ছুঁয়ে এসেছি তোমায় কল্পনার ডানায় ভেসে।
অভিমানী কথা;কিছু মিষ্টি রাগ;এই হাসির বন্যা।
উপরি হিসেবে ছিল চাঁদনীর রুপালী ঝর্ণা।
ধন্যবাদ দিলাম তোমায় হে নিশিকর।
মোহময় করেছে তোমার রুপোলী চাদর।
সময় যেন চলেছে ঘোড়ার পিঠে চড়ে।
এক পলকেই যেন ফুরিয়ে গেল;ছিলাম কি যে ঘোরে!
সময় যদি থেমে যেত;ভেঙ্গে যেত ঘড়ির কাটা।
অনন্ত গল্পের আসরে পড়িত না ভাটা।
চলত তো চলত;বিরতিহীন গল্পের আসর।
অব্যক্ত কথার বারি ঝরত অঝর।
জানি না-আমার মত কি তোমারও অনুভূতি?
ভুলবো না কখনও; এ যে আমার শ্রেষ্ঠ স্মৃতি।

৯৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  কবিতা অনেক ভালো লাগল

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অনেক মজার কবিতা পড়লাম।

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  এসব স্মৃতী নিয়ে জীবন প্রতিদিন প্রভাতে রঙিন হয়
  ভাল লেগেছে।

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ভালো লাগতে লাগতে বিষয়হীন বিষয়ই বিষয় হয়ে যায়।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধতা জানিয়ে গেলাম আর

  সহিদুল ইসলাম ভাইয়ের সাথে সহমত পোষণ করছি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top