বৃও ও মানবের সুখ অসুখ ভাবনা ।
এই লেখাটি ইতিমধ্যে 1317বার পড়া হয়েছে।
জীবন আটকে গেছে সীমাবদ্ধ পৃথিবীর গোলাকার মানচি্েএ । তাই এখন আর কোন রহস্য পাই না । যাপিত জীবনের যে পুনঃপুনঃ ক্যালেন্ডার চক্ষু সম্মুখে দন্ডায়মান তাতেই রোজ চোখ বুলাই । এবং আফসোস করি । স্বাধীন জীবনের পরাধীন ইচ্ছাকে অনিচ্ছুকভাবে প্রতিদিন মেনে নেই । কেননা এর উওম বিকল্প আমার জানা নেই । ভিন্নভাবে বললে যোগ্যতা এবং সাহসের অভাবে অন্য বিকল্পের পথ খুঁজি না । মানুষটা আমি এই এক জায়গায় রক্ষনশীল হয়ে পড়ে রইলাম । জগতের সকল নিষ্ক্রিয়তা এই স্হির জীবনের উপর ভর করেছে । সাথে সাথে নিজের দুর্বলতাও প্রশ্রয় পেয়েছে । তাই নিজের সাথে নিজেই আপোষ করে চলি ।
আমার দুর্বলতার এখানেই শেষ নয় । আমি নিশ্চিত আজকের স্হির পৃথিবী যদি ক্ষনিকে কোন এক অলক্ষ্য শক্তি বদলে দেয় তাতেও আমি উপযুক্ত সুখী হতে পারবো না । আমার আক্ষেপ থেকেই যাবে । কিন্তু কি সে আক্ষেপ তা হয়তো আমি নিজেই কোনদিন নিশ্চিত করে বলতে পারবো না । শুধু হেথা নয় হেথা নয় ভেবে যাবো এবং নিজেকে অকারন অসুখী রেখে যাবো । আমার এ অনর্থক অসুখের কাছে আমি চিরকাল নিজেকে বন্দী রাখলাম ।
আচ্ছা এ অসূখ কি শুধু একা আমার’ ই ? তাই যদি হয় তবে জগতের আর সকলের’তো নিরন্তর সুখী হওয়ার কথা । সবাই’তো সুখে গড়াগড়ি করার কথা । কিন্তু আমার দেখা মানুষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য কোথায় ? কেউ’ ইতো তার নিজের জায়গায় সুখী নয় । নিজের কাছে নিজের আফসোস সে’তো সকলের মাঝেই দেখি । তবে কি সকলেই অসুখী ? নাকি সকলেই অসুস্থ ?
জগতের সকলেই অসুস্থ এমন অন্যায় ভাবনা যৌক্তিক হতে পারে না । আমি ব্যাক্তি বিশেষে একথা উল্লেখযোগ্যভাবে সত্য হতে পারে । তাই বলে সমস্ত মানব জাতির উপর এমন অন্যায় দাবী চাপিয়ে দেওয়া যায় না । হয়তো এটাই মানবের বৈশিষ্ট্য । এটাই মানবের চরিএ । অতৃপ্ত আও্বার ভিন্ন ভিন্ন চাহিদার অভিন্ন অভিব্যাক্তির নিয়ত প্রকাশই মানব চরিএ ।
…………….নিঃশব্দ নাগরিক ।
১,৩৬৮ বার পড়া হয়েছে
চমৎকার ভাবনা
কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
চমৎকার কথামালা
শুভ কামনা।
আপনাকেও শুভকামনা ।
জগতের সকলেই অসুস্থ এমন অন্যায় ভাবনা যৌক্তিক হতে পারে না । আমি ব্যাক্তি বিশেষে একথা উল্লেখযোগ্যভাবে সত্য হতে পারে । তাই বলে সমস্ত মানব জাতির উপর এমন অন্যায় দাবী চাপিয়ে দেওয়া যায় না । হয়তো এটাই মানবের বৈশিষ্ট্য । এটাই মানবের চরিএ । অতৃপ্ত আও্বার ভিন্ন ভিন্ন চাহিদার অভিন্ন অভিব্যাক্তির নিয়ত প্রকাশই মানব চরিএ ।
ধন্যবাদ…………….নিঃশব্দ নাগরিক ।
আপনাকেও ধন্যবাদ ।
মানুষ নিজের অবস্থানে অসুখি আসলেই। অসুখটা আসলে মনের। অল্পতে কেউ স্নতুস্ট থাকে না তাই নিজেকে অসুখি ভাবে। সুন্দর লিখেছেন ধন্যবাদ
ধন্যবাদ ।
স্বাধীন জীবনের পরাধীন ইচ্ছাকে অনিচ্ছুকভাবে প্রতিদিন মেনে নেই । কেননা এর উওম বিকল্প আমার জানা নেই । ভিন্নভাবে বললে যোগ্যতা এবং সাহসের অভাবে অন্য বিকল্পের পথ খুঁজি না ।
কথা গুলি আমার সত্য বলেই মনে হল । সত্যিই আমরা প্রতিক্ষণে পরাধীন ইচ্ছাকে অনিচ্ছুক ভাবে মেনে নেই । শুভ কামনা ।
ভালো থাকবেন অবিরত ।