নোটিশ
বৃদ্ধাশ্রম
এই লেখাটি ইতিমধ্যে 969বার পড়া হয়েছে।
Home
বৃদ্ধাশ্রম ধারনাটি আমাদের দেশে তেমন জনপ্রিয় নয়। আমিও বলতে চাচ্ছি না যে, বাবা – মা বৃদ্ধ হলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তারপরও আমার কেন জানি মনে হয় দেশে পর্যাপ্ত বৃদ্ধাশ্রম গড়ে তোলা দরকার। যখন চোখের সামনে কোনো অসহায় বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে দেখি তখন আমার পাষাণ অন্তরও তোলপাড় করে উঠে। আমার মনে হয় দেশে যদি পর্যাপ্ত বৃদ্ধাশ্রম থাকতো তাহলে এরা কিছুটা স্বস্তি নিয়ে মৃত্যুর অপেক্ষাটা করতে পারত
দেশের বিত্তবান ব্যক্তিরা দেখা যায় প্রচুর টাকা খরচ করে স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসা-এতিমখানা বানাচ্ছেন। সন্দেহ নেই যে, তারা খুবই ভালো কাজ করছেন। তবে পাশাপাশি তারা যদি কিছু বৃদ্ধাশ্রমও তৈরী করেন তবে আমার মনে হয় না যে তারা মসজিদ কিংবা মাদরাসা তৈরী থেকে কোনো কম পূণ্য অর্জন করবেন।
৯৯৪ বার পড়া হয়েছে
আপনার বক্তব্বের সাথে আমি একমত।