Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বৃষ্টিস্নাত শব্দেরা (আবৃত্তি সহ)

লিখেছেন: প্রহেলিকা | তারিখ: ০৫/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1032বার পড়া হয়েছে।

কাল রাতের নির্জনে এক পশলা বৃষ্টি এসেছিলো,
নীল অন্ধকার ঘরে, বিনা অনুমতিতেই-
ধুয়ে দিয়ে গেছে ধুলোপড়া শব্দগুলোকে।
বৃষ্টির মৃদু গুঞ্জনে প্রতিটি শব্দ পেয়েছে স্বচ্ছতা,
এতটাই স্বচ্ছ যে, অনায়াসে স্পষ্ট হয়ে উঠেছিলো-
পশ্চাতে দাঁড়ানো হিজল তলার ভোর,
নোনাধরা নীল পোশাকে পরাধীনতার সুর।
কত না মধুরতায় চতুর বিকালের স্রোত বয়ে যায়,
যুগলের তত্ত্ব কথায় মৃত্তিকা আবার প্রাণ ফিরে পায়।

হঠাৎ করেই শব্দগুলো নড়ে উঠে,
ঘরময় শুরু হয় তাদের ছুটোছুটি,
মুক্তির দাবিতে প্রকম্পিত করে ঘরের প্রতিটি স্তম্ভ।
আমি অনিমেষে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ-
নির্বাক হয়ে “ভালবাসা” নামক শব্দটির দিকে।
পেলব কন্ঠে বলেছিলাম,
“আমি তো তোকে ভালবেসে তোর ধুলোমাখা শরীর নিয়ে বেঁচে ছিলাম,
আজ তুই ও কি মুক্তি চাস?”

উৎকর্ণ হয়ে শুনেছিলো আমার অস্পষ্ট ব্যাক্যগুলো,
অতঃপর চিৎকার করে বলে উঠে,
“কাপুরুষের ভালবাসা! আদৌ কি পেরেছিলে ভালবেসে-
আমাকে গুঁজে দিতে কোনো একটি কবিতার ক্ষুদ্র চরনে?”

আবৃত্তি শুনুন :
আবৃত্তি :

আবৃত্তি: মাসুম বাদল

১,১০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৮ টি
সর্বমোট মন্তব্য: ১৪০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-১১ ১৮:২১:৪১ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  অসাধারণ হয়েছে কবিতা। সেই সাথে আবৃত্তি। খুবই ভালো লাগলো।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা আগেও পড়েছি–ভাল লেখেন আপনি–সে সঙ্গে আবৃত্তিও ভালও করেন–এ কবিতাও তার ব্যতিক্রম নয়।

 3. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  কবিতায় ভাল লাগা রইল।

 4. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  কাল রাতের নির্জনে এক পশলা বৃষ্টি এসেছিলো,
  নীল অন্ধকার ঘরে, বিনা অনুমতিতেই-
  ধুয়ে দিয়ে গেছে ধুলোপড়া শব্দগুলোকে।
  বৃষ্টির মৃদু গুঞ্জনে প্রতিটি শব্দ পেয়েছে স্বচ্ছতা,

  বাহ ! চমত্কার। শুভেচ্ছা রইল কবি।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সুন্দর অতি সুন্দর
  শুভেচ্ছা ।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দপ্র কবিতা

 7. হামি্দ মন্তব্যে বলেছেন:

  অসাধারণ হয়েছে। খুবই ভালো লাগলো।

  শুভেচ্ছা রইল আপনার জন্য কবি………………….

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  চমৎকার ভাবনার প্রকাশ
  বেশ মুগ্ধতা পড়ে
  দারুন

  শুভ কামনা
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top