নোটিশ
বৃষ্টি এলেই
এই লেখাটি ইতিমধ্যে 1240বার পড়া হয়েছে।
বৃষ্টি এলেই নদীর বুকে ইলিশ ধরা নাও;
বৃষ্টি এলেই ভর দুপুরে ডিম খিচুড়ি খাও।
বৃষ্টি এলেই দস্যি ছেলের ভিজতে যাওয়ার ধুম;
বৃষ্টি এলেই টিনের চালে ছন্দ সুখের ঘুম।
বৃষ্টি এলেই ধল পুকুরে ধরতে যাওয়া কৈ;
বৃষ্টি এলেই গপপো শোনা পড়তে মানা বই।
বৃষ্টি এলেই বাগ-বাগিচায় বন্য ফুলের ঘ্রাণ;
বৃষ্টি এলেই মিষ্টি আমের গন্ধে আকুল প্রান।
বৃষ্টি এলেই সমুদ্দুরে উথলে ওঠে ঢেউ;
বৃষ্টি এলেই সিক্ত পথে কেউ হাটে না, কেউ।
বৃষ্টি এলেই জানলা ধরা ছোট্ট খুকীর মুখ;
বৃষ্টি এলেই বুকের মাঝে অন্য রকম সুখ
১,৩২৭ বার পড়া হয়েছে
বর্ষার দিনে বৃষ্টির কবিতা ভালো লাগল……..তবে নাও বানানটা নাউ হবে বোধ হয়
???
ভাল লাগল ভাই।
বৃষ্টির মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে তা আগে জানতাম না।
বৃষ্টির কবিতাটি ভাল লাগল। অনেক কিছু জানা গেল।
বৃষ্টির দিনে বৃষ্টিকে নিয়ে ছড়া কবিতার জন্য ধন্যবাদ।
বৃষ্টি এলেই সমুদ্দুরে উথলে ওঠে ঢেউ;
বৃষ্টি এলেই সিক্ত পথে কেউ হাটে না, কেউ।
বৃষ্টি এলেই জানলা ধরা ছোট্ট খুকীর মুখ;
বৃষ্টি এলেই বুকের মাঝে অন্য রকম সুখ
হাঁটে হবে বুঝি
চমত্কার ছন্দময় ছড়া ।
বৃষ্টি নিয়ে আজ পর্যন্ত কত যে কবিতা সৃষ্টি হয়েছে তা বলা মুস্কিল। অনেক সুন্দর কবিতা , ধন্যবাদ।
বৃষ্টি সবারই প্রিয়
খুব সুন্দর ছড়া কবিতা