Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বৃষ্টি ঝরুক তোর বিহনে

লিখেছেন: এমদাদ হোসেন নয়ন | তারিখ: ২৭/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1203বার পড়া হয়েছে।

মেয়ে তুই যদি বৃষ্টির জল হতি
আমি চৈত্র ক্ষরায় ভিজতাম নিরবধি
কলাপাতার ভেলায় ভেসে শাপলা কুড়াতাম
তোর উঠোনে বৃষ্টি ফোঁটায় গড়াগড়ি খেতাম
প্রথম ফোটা কদম ফুলটা তোর খোঁপায় পরাতাম।

মেয়ে তুই বৃষ্টিস্নাত দুর্বাঘাস হলি না কেন?
তোর কোলে স্নিগ্ধ হতাম স্বচ্ছ জলের মতো
স্বপ্নডানায় ভাসিয়ে দিতাম তোর যত দুঃখ
মায়াবি আকাশ ডাগর চোখে আমায় শুধু দেখত
ফুলের বনে মধু নিতে প্রজাপতিরা ছুটে আসত।

মেয়ে তুই শাপলা শালুক, ডিঙ্গি নৌকার
ঝাপুর-ঝুপুর শব্দ মধুর ঝরনা হবি?
ভীষন ক্ষরায় তোর জলেতে ভিজব আমি
মাতাল হাওয়ার কানে কানে বলব কথা সঙ্গোপনে
নীলাম্বরী আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরুক তোর বিহনে।

১,২৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সেথা জীবনের বুকে ভালোবাসা বিদ্যমান থাকে ।
সর্বমোট পোস্ট: ১০ টি
সর্বমোট মন্তব্য: ৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ১৮:৪১:০৩ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ফুল হয়ে ঝরলে ক্ষতি কি?
  অনেক ভাল লাগা।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মেয়ে অন্য কিছু হওয়ার দরকার নাই বুঝেছিস

  তুই শুধু নয়ন ভাইয়ার ভালবাসা হ 😀

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হয়েছে ।
  অনেক ভাল লেগেছে । সাথেই আছি ।

 4. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “মেয়ে তুই বৃষ্টিস্নাত দুর্বাঘাস হলি না কেন?
  তোর কোলে স্নিগ্ধ হতাম স্বচ্ছ জলের মতো
  স্বপ্নডানায় ভাসিয়ে দিতাম তোর যত দুঃখ
  মায়াবি আকাশ ডাগর চোখে আমায় শুধু দেখত”

  শব্দের স্নিগ্ধতার প্রেমের স্বচ্ছতা ফুটে উঠেছে।

  ভাল লাগা

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মেয়ে তুই যদি বৃষ্টির জল হতি
  আমি চৈত্র ক্ষরায় ভিজতাম নিরবধি
  কলাপাতার ভেলায় ভেসে শাপলা কুড়াতাম
  তোর উঠোনে বৃষ্টি ফোঁটায় গড়াগড়ি খেতাম
  প্রথম ফোটা কদম ফুলটা তোর খোঁপায় পরাতাম।
  _______________________________
  আহ! কি চমৎকার কবিতার কথামালা। মন ভরে গেল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top