Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বৃষ্টি দিনে

লিখেছেন: কৌশিক | তারিখ: ১৩/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 892বার পড়া হয়েছে।

যদি রাত্রি শেষে বৃষ্টি নামে
তোমার ঘরের টিনের চালে
সেখান থেকে দু’হাত ভরে
ভিজিয়ে নিও তোমার গালে।
জানবো আমি তবুও আমায়
রেখেছো মনে বাদলা দিনে
বৃষ্টি হয়ে নমবো আমি
এ ধরাতে রাত্রি দিনে।।

৯৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩২ টি
সর্বমোট মন্তব্য: ৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-০২ ১৫:৪০:৩৪ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  বৃষ্টি হয়ে নমবো আমি
  এ ধরাতে রাত্রি দিনে।।
  বৃষ্টি নিয়ে সুন্দর ছড়া।ভাল লাগল।ধন্যবাদ কৌশিক

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর !

 3. ফেরদৌসী বেগম মন্তব্যে বলেছেন:

  বাহ! বৃষ্টি নিয়ে তো দারুন ছড়া লিখেছেন ভাই। রইলো সতত ভালোলাগা।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া । কিন্তু মাত্রা ও অন্ত মিল ছড়ার প্রাণ । কাজেই ছড়া লিখতে হলে ছন্দ ও মাত্রার প্রতি খেয়াল রাখলে ভাল হয় । শুভ কামনা ।

 5. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ছড়া ভালো লেগেছে। তবে ছন্দের বিষয়ে আব্দুর রহমান ভাইয়ের সাথে একমত।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর ছড়া…….. শীতের দিন বৃষ্টির কথাশুনলেই শীত লাগে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top