নোটিশ
বৃষ্টি ভেজা চোখ
এই লেখাটি ইতিমধ্যে 1237বার পড়া হয়েছে।
বৃষ্টি ভেজা চোখ
মিলন বনিক
এসো বৃষ্টিতে ভিজে সুচি হই দু’জনে
এসো সুখী হই তবে পাখির কুজনে।
ঠোঁঠে রেখে ঠোঁঠ, বৃষ্টি ভেজা চোখ
আনমনে কত কিছু পেতে চাই লোক।
হাতে রেখে হাত ভেজা পথ ঘাট
বাঁধ ভাঙ্গা জোয়ারে মানুষের হাট।
আরো কাছে নয় দূরে নিঃশ্বাসে বিশ্বাসে
মাতোয়ারা হই তবে সৃষ্টির উল্লাসে।
এভাবেই জীবনটা যায় যদি যাক না
ব্যথা ভুলে সুখী হব পুুরোটায় মাগনা।
————–
১,২১৭ বার পড়া হয়েছে
সুন্দর একটা দোলা দিয়ে গেলো ,সেই সাথে চমৎকার আবহে কবিতাটি নির্মিত হলো । গান হিসেবে বিবেচনা করলে আরো ভালো হতো। শুভেচ্ছা কবি মিলন বণিক দাদা ।
সাইদুল ভাই…আমার প্রিয় কবি..আপনাকে পেয়ে ভালো লাগছে…
ভাল লাগা আবেশ জড়িয়ে গেল।
ধন্যবাদ আকাশ ভাই…শুভকামনা….
বনিক ভাই কি ঢাকায় থাকেন।
খুব ভাল লআগল কবিতা। শুভকামনা
প্রেমভরা সুন্দর লেখা
প্রেমভরা সুন্দর ছন্দময় লিখনী
ভালো লাগলো কবি