Today 05 Feb 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বৃষ্টি ভেজা চোখ

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ২৩/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1237বার পড়া হয়েছে।

বৃষ্টি ভেজা চোখ
মিলন বনিক

এসো বৃষ্টিতে ভিজে সুচি হই দু’জনে
এসো সুখী হই তবে পাখির কুজনে।
ঠোঁঠে রেখে ঠোঁঠ, বৃষ্টি ভেজা চোখ
আনমনে কত কিছু পেতে চাই লোক।
হাতে রেখে হাত ভেজা পথ ঘাট
বাঁধ ভাঙ্গা জোয়ারে মানুষের হাট।
আরো কাছে নয় দূরে নিঃশ্বাসে বিশ্বাসে
মাতোয়ারা হই তবে সৃষ্টির উল্লাসে।
এভাবেই জীবনটা যায় যদি যাক না
ব্যথা ভুলে সুখী হব পুুরোটায় মাগনা।
————–

১,২১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

  সুন্দর একটা দোলা দিয়ে গেলো ,সেই সাথে চমৎকার আবহে কবিতাটি নির্মিত হলো । গান হিসেবে বিবেচনা করলে আরো ভালো হতো। শুভেচ্ছা কবি মিলন বণিক দাদা ।

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা আবেশ জড়িয়ে গেল।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লআগল কবিতা। শুভকামনা

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  প্রেমভরা সুন্দর লেখা

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  প্রেমভরা সুন্দর ছন্দময় লিখনী

  ভালো লাগলো কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top