নোটিশ
বৃষ্টি
এই লেখাটি ইতিমধ্যে 1555বার পড়া হয়েছে।
মেঘ ভাসলো বৃষ্টি আসলো
গড়ীয়ে পানি যায় ,
ছোট ছেলে হেসে খেলে
দিন তার কাঁটায় ।
খাতা ছিড়ে কাগজ ছিড়ে
ছোট ডিঙ্গি বানায় ,
কাঁচা রাস্তায় পাঁকা রাস্তায়
আনন্দে সে চালায় ।
১,৫৮৪ বার পড়া হয়েছে
এই লেখাটি ইতিমধ্যে 1555বার পড়া হয়েছে।
মেঘ ভাসলো বৃষ্টি আসলো
গড়ীয়ে পানি যায় ,
ছোট ছেলে হেসে খেলে
দিন তার কাঁটায় ।
খাতা ছিড়ে কাগজ ছিড়ে
ছোট ডিঙ্গি বানায় ,
কাঁচা রাস্তায় পাঁকা রাস্তায়
আনন্দে সে চালায় ।
১,৫৮৪ বার পড়া হয়েছে
সুন্দর ছড়া। এটি কবিতা নয় ছড়া হয়েছে।
সুন্দর ছড়া
ভাল লাগল
খাতা ছিড়ে কাগজ ছিড়ে
ছোট ডিঙ্গি বানায় ,
ভাই আমিও বানাতাম ।
সোনামণিদের জন্য খুব সুন্দর ছড়া, ধন্যবাদ কবিতা।