Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বেকারের ঘোরাঘুরি

লিখেছেন: কবি মাসুম মীকাঈল | তারিখ: ০১/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 982বার পড়া হয়েছে।

এক কড়ি দাম নাই
ডিগ্রী সনদে।
খেটে মরে বাড়িতে
ভাগ্নি অার ননদে ।।
ঘুরে ফিরে ঘোরাঘুরি
চাকুরীর বাজারে।
মামা-খালু থাকলে
পদ থাকে জোগারে ।।
সরকারী হাউজে পদ খালি একটা
আবেদনের ডিক্রী জেলা সাত-আটটা ।।
কোটা থাকে নাতি-নাতনি
মুক্তি যোদ্ধার ।
উপজাতি-প্রতিবন্দী আর
পোষ্য কোটার।।
শুধু শুধু আবেদনে
বেকারের ঘোরাঘুরি।
আমলার ভাইয়েরা দিনরাত করে চুরি ।। ৩১.১০.১৪ইং

৯৬৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৯ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১০-২১ ১৪:২০:০০ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  এক কড়ি দাম নাই
  ডিগ্রী সনদে।
  এক্কেবারে আমার মনের কথা কইছেন।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সঠিক কথা
  মনের কথা
  ভাল প্রতিবাদী লেখা

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বর্তমানে তাইত চলছে। লেখা ভাল হইছে।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো পড়ে

  খুব সুন্দর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top