Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বেগম সুফিয়া কামাল( নারী আন্দোলনের আরেক অগ্রদূতের জন্মদিনে শুভেচ্ছা )

লিখেছেন: tum | তারিখ: ১৯/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1495বার পড়া হয়েছে।

sufia kamal

বেগম সুফিয়া কামাল যে সময় জন্মগ্রহণ করেন তখন পরিস্থিতি নারী শিক্ষার সম্পূর্ণ বিপরীত ছিল । বাঙালি নারিরা একরকম গৃহবন্দী ছিল এবং স্কুল , কলেজ বা এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিবার থেকেই নিষিদ্ধ ছিল । তখন ঐ পরিবারে বাংলা ভাষাকে প্রায় নিষিদ্ধ ছিল  না এবং সুফিয়া কামাল এরকম এক পরিবারেই জন্ম নেন । কিন্তু পরিবার স্বশিক্ষিত ছিল এবং সুফিয়া কামাল তার মায়ের কাছে বাংলা পড়তে শেখেন । মাত্র ১২ বছর বয়সে তাকে বিয়ে দেয়া হয় । তার স্বামী নেহাল ছিলেন আধুনিক মনস্ক এবং সাহিত্য পাঠে উৎসাহী । মূলত তখন থেকেই সুফিয়া কামাল বাংলা সাহিত্য পাঠ শুরু করেন ।  আমি নিচে তার জীবনী সংক্ষেপে তুলে ধরছি ।

 

নাম-            সুফিয়া কামাল

জন্ম তারিখ –  ১৯১১ সালের ২০জুন

স্থান-           বরিশালের শায়েস্তাবাদে  মামার বাড়ীতে

পিতা –         সৈয়দ আব্দুল বারী

মা –           সাবেরা বেগম

প্রথম কবিতা – বাসন্তী , সাল – ১৯২৬ , সওগাত

গল্প সংকলন  প্রকাশ – কেয়ার কাটা ৯ ১৯৩৭ সাল)

কবিতাগ্রন্থ   –     সাঁঝের মায়া ( ১৯৩৮)

স্বামী (১ম)         –    সৈয়দ নেহাল

স্বামীর মৃত্যু –        ১৯৩২

প্রথম কর্ম –      শিক্ষকতা

প্রতিষ্ঠান –     কলকাতা কর্পোরেশন স্কুল

দ্বিতীয় বিয়ে –   ১৯৩৯  , স্বামীর নাম – কামাল উদ্দিন

সম্পাদক –    বেগম পত্রিকা

মৃত্যু –       ১৯৯৯ সালের ২০ নভেম্বর , ঢাকা

কাব্যগ্রন্থ

 

  • মন ও জীবন  ( ১৯৫৭)
  • শান্তি ও প্রার্থনা (১৯৫৮)
  • উদাত্ত পৃথিবী  ( ১৯৬৪)
  • দিওয়ান  (১৯৬৬)
  • সাঁঝের মায়া  (১৯৩৮)
  • মায়া কাজল  (১৯৫১)
  • মোর জাদুদের সমাধি পরে  (১৯৭২)

 

গল্প

  • কেয়ার কাঁটা ( ১৯৩৭)

 

ভ্রমনকাহিনী

  • সোভিয়েতে দিনগুলি  (১৯৬৮)

 

স্মৃতিকথা

 

একাত্তুরের ডায়েরি  (১৯৮৯)

 

পুরষ্কার

  •  বাংলা একাডেমী পুরষ্কার (১৯৬২)

সোভিয়েত  লেলিন পদক (১৯৭০)

  •  একুশে পদক ( ১৯৭৬)
  •  বেগম রোকেয়া পদক( ১৯৯২)
  • জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ( ১৯৯৫)
  • দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল ( ১৯৯৬)
  • স্বাধীনতা দিবস পদক ( ১৯৯৭)

নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে সুফিয়া কামাল নিজেও অনেক কাজ করেছেন । বেগম রোকেয়ার চিন্তা , চেতনা সঞ্চারিত হয়েছিলো তার মধ্য । তার সাথে দেখাও হয়েছিলো সুফিয়া কামালের ।  এই মহান লেখিকার জন্মদিনে রইলো শ্রদ্ধা আর ভালোবাসা ।

তথ্য – উকিপিডিয়া

 

১,৫৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ১৭৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ১৬:০২:৫৮ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

  2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    সুখে থাক পরপারে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top