বেনামী প্রচ্ছদ
এই লেখাটি ইতিমধ্যে 1579বার পড়া হয়েছে।
অদেখা পুনর্জন্মের পৌরাণিক আশ্বাসে বাঁচে কালপুরুষ,
বয়ে যাওয়া হরিদ্রা বিকেলের ক্লান্ত হৃদয় ছুঁয়ে রাত্রির লোমশ
আঁধারে ভালোবাসা হারিয়ে গেলে মেলেনা জন্মান্তরের বিধিলিপি,
হাতের দৃশ্যমান ভাগ্যরেখা মুছে নিয়ে দিনান্তের মিথ্যে
রামধনু স্বপ্ন রমণ তোমাকেই মানায় প্রিয়তমা যামিনী,
পিছুডাক আজ কেবল অলীক সময়ের স্মৃতিকাতর সঞ্চয়
জেনে এ হাতে অবলীলায় রাখতে পারো সত্যের হাত,
শুধু জেনো রেখো আজ নয় তো আর কোনদিন নয় ।
এক টুকরো হাসির প্রতীক্ষায় কেটেছে শৈশবের বহু মেঘমেলা,
একদিন ক্যানভাসের জলছবি সত্যি হয়ে জীবনে রঙ ছড়াবে,
এ বিশ্বাসে তোমার নাজুক অধরে ছুঁইয়েছিলাম প্রত্যাশার রোদ,
সূর্যের ক্রুর হাঁসি কখনো আমার আপন হয়ে কথা বলেনি,
তুমিও ইচ্ছে অনিচ্ছায় বারবার খুলে গেছো ভুল সময়ের অর্গল,
তোমার ইচ্ছে সন্তানেরা আজ আর আমার পরিচয়ে বাঁচে না,
তুমিহীন কবিতার খাতা জুড়ে আজ রজঃস্বলা বেদনার সহবাস,
না আমি ভালো আছি যামিনী, আমি বরাবর ভালো থাকি যামিনী,
মাঝে মাঝে এটে বসা মুখোশটা খুলে তোমার সাজানো গোছানো
পোয়াতি সুখ অনাবৃত হয়ে গেলে আমি খুব নির্দয় হাসি যামিনী,
তোমাদের হিসাবের ভুলে আমি একজন্মের মত বড় বাঁচা বেঁচে গেছি,
প্রকাশিত নীল আকাশটা আমার স্বপ্ন সাজানো বাতিঘরের বেনামী প্রচ্ছদ,
আমার অলৌকিক সত্য আড়াল করার মত কোন মুখোশ নেই যামিনী ।
১,৫৬৪ বার পড়া হয়েছে
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit
হাসান ইমতি Website.
শুধুই শব্দের খেলা
কাব্যতা খুঁজতে কষ্ট
খুব সুন্দর
কাব্যতা, শব্দ, বক্তব্য সবই আছে …
খুঁজে পেতে হলে পাঠককেও একটি নুন্যতম সৃজনশীলতার মাত্রায় থাকতে হবে … @ দীপঙ্কর বেরা
ভালোবাসা @ মেঘ …
অসাধারণ মুগ্ধতা
পড়ে ভালো লাগল বেশ
শব্দ ছন্দ কাব্যতা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দারুন হইছে
কবিতা থাক কবিতার জায়গায়
“জেনে এ হাতে অবলীলায় রাখতে পারো সত্যের হাত,
শুধু জেনো রেখো আজ নয় তো আর কোনদিন নয় ।” এভাবে সময়সীমা বেঁধে দিলে কি চলে ?
ভালোবাসা সবুজ …
কবিতা তার জায়গায়ই আছে, ধন্যবাদ @ দীপঙ্কর বেরা
কিছু কিছু সময় আসে যখন সিদ্ধ্যান্ত নিতে হয়
কারণ সময় কারো অপেক্ষায় বসে থাকে না …
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়া গেলে
পরে আর কিছু করার থাকে না …
মহাকাল ও নিয়তিই আমাদের এ সীমারেখা বেঁধে দিয়েছে @মিলি