Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“বৈচিত্রহীন”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৮/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1258বার পড়া হয়েছে।

বৈচিত্রহীন মেরুর মত একগুঁয়ে;
বিধবার সাদা রঙে আঁকা বিরস।
শীতল ধোঁয়া’তে ঝাপসা দূরের পথ
অনুভূতি’র জোয়ার জমে অবশ।
বন্দি যেন সীমাবদ্ধ আরশি’র ফ্রেমে;
ঠাঁয় দাঁড়িয়ে অপারগতার নিশ্চল দেয়াল।
বিনা নোটিশে আচানক হামলা করে
অচেনা নির্দয় বদ খেয়াল।

বৈচিত্রহীন মরু’র মত নিষ্প্রাণ
ধূসরতার কাছে খুঁয়েছে রঙের খিদে।
বারে বার আছড়ে পড়ে ধুলোর ঠেউ
ডুবে মরে অনুর্বর বালুর হ্রদে।

অমাবশ্যার আঁধারের মত বৈচিত্রহীন
কালো রঙে আঁকা সব ছবি।
বোঝাই করা রঙের জাহাজ
ব্লাকহোলের সাগরে গেছে ডুবি।
অন্ধ গুহা’তে দ্ধন্ধের ফাঁদ
মূল্যহীন শ্রমের সাদা রক্ত।
আঁধারের রুমালে মুছে গেছে
দু’নেত্রও যে হয়েছিল সিক্ত।

এখানে বৈচিত্রহীন একগুঁয়ে সওদাগর;
শুধু একটি পন্য করে বিকি।
সারাবেলা ঘুরে ফিরে খরিদ করি;
দর পুরো ষোল আনা সিকি।

১,২৫১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  নাইস লিখা
  পড়ে ভালই লাগলো
  ,,,,,,,,,,,,,,,,,,

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন

  চমৎকার

  শুভেচছা রইল কবি

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  বিনা নোটিশে আচানক হামলা করে
  অচেনা নির্দয় বদ খেয়াল।

  খুব সুন্দর বলেছেন । খুব ভালো লাগলো লিখা । অনেক শুভকামনা ও শুভেছা রইলো ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top