নোটিশ
ব্লগ তৈরির জন্য পরামর্শ চাই
এই লেখাটি ইতিমধ্যে 1566বার পড়া হয়েছে।
প্রিয় পাঠক/পাঠিকা আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমি দীর্ঘদিন যাবত একটি ব্লগ খোলার ইচ্ছা পোষণ করছি। তাই যারা ব্লগ বিশেষজ্ঞ আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে ব্লগ তৈরির বিষয়ে সু-পরামর্শ দিবেন। বিশেষ করে চলন্তিকার সম্পাদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তিনি আমাকে এ বিষয়ে পরামর্শ দিবেন। আপনাদের সু-পরামর্শ আমার ব্লগ তৈরিতে সফলতা আসবে বলে মনে করব।
যেমন- কিভাবে ব্লগ তৈরি করতে হয়? ব্লগ তৈরিতে খরচ কেমন হয়? বিজ্ঞাপন কিভাবে দিতে হয়? ইত্যাদি।
আর আমার নতুন ব্লগের জন্য নতুন একটি নাম সিলেক্ট করে দিবেন। তবে সেটা হবে এক শব্দ বা দুই শব্দে। এই নাম যাতে অন্য কোন ব্লগ বা পত্রিকার নামের সাথে মিলে না যায়।
লেখক-
আমির হোসেন
১,৬৩৬ বার পড়া হয়েছে
‘সুবচনে’ নামটি ভেবে দেখতে পারেন। উদ্যোগের জন্য ধন্যবাদ।
সুন্দর নাম ভেবে দেখব। ধন্যবাদ আপনাকে।
ব্যক্তিগত ব্লগ? নাকি অন্য কিছু।
ব্যক্তিগত ব্লগ অবশ্য আছে। সাহিত্য ব্লগ তৈরি করতে চাই।
আপনার আলোর জগৎ নামটাতো ভাল ।
এই নাম গুলি দেখুন কেমন?
আলোক বর্তিকা
আলো ছায়া
আপন ভূবন
পথের দিশারী বা আলোর দিশারী
চেতনায় জাগরনে।
আলোকিত ভূবন। ধন্যবাদ।
একাই অনেক নাম দিয়ে দিলেন। ধন্যবাদ। চিন্তা করব এখান থেকে কোন নাম নেয়া যায় কিনা।
ব্লগিং এর জন্য শুভ কামনা
শুভ উদ্যোগের জন্য ধন্যবাদ । শুভ কামনা ।
বেশ ভাল ভাবনা র প্রয়াস
দেখলাম ……………প্রয়াস নাম টা দিতে পারেন