ভন্ড নীতিবান
এই লেখাটি ইতিমধ্যে 1479বার পড়া হয়েছে।
নীতির কথা বলে যারা,
নীতি-ই ভাঙ্গে তারা।
মিঠা কথায় তেতোর ছড়া,
ভালোই পারে তারা।
মুনাফিকের সকল দর্শনে-
তাদের স্বভাব বাঁধা।
ওয়াদা করেও ওয়াদা ভাঙ্গে,
লাগেই কেবল ধাঁধা।
নুন খেয়ে নুনেই খোঁচা-
দিয়েই যায় তারা।
বক ধার্মিকের লেবাস ধরে-
করে চলে সর্বহারা।
ঠান্ডা মাথায় গোপন সূত্রে,
গুটি চালে তারা।
কেউ জানেনা, কেউ বুঝেনা,
তারাই আসলে কারা।
নীতির উপরই দাঁড়িয়ে যারা,
স্বভাব ধর্মে সেরা।
তাদের মনই নীল নকশায়-
অন্ধকারে ঘেরা।
সবার মুখেই দেশব্যাপী-
সুনাম কুড়ায় তারা।
বিখ্যাত, বিখ্যাত স্লোগান শোনায়,
ভালো মানুষই তারা!
চলছে দেশ, চলছে প্রতিষ্ঠান,
চলছে কতো কি!
তাদের মতো নীতিবানেরই,
চালাচ্ছে এ সব কি!
তাদের মতো স্বার্থপর,
যতদিন গুরু রবে।
দেশ আর প্রতিষ্ঠানের-
উন্নতি দমিয়ে রবে।
কাঁচা নীতির অন্তর দিয়ে,
হয় কি কিছু কাজ?
পদে পদেই দোহাই দিয়ে,
করে চলে সর্বনাশ।
ঠকছে মানুষ, ঠকছে সাধারণ-
জনতা এ বাংলার।
স্বার্থপরদের ফাঁদে সবাই,
পিছিয়ে পড়ছে বারবার।।
১,৪৭১ বার পড়া হয়েছে
ভাল লাগল
খুব সুন্দর অনুভব
কবিতা বা ছড়া যেটাই বলি লেখা ভাল । ছন্দ এবং তালে দেখা যায় এটি স্বর বৃত্ত ছন্দে লেখা ।৮/৬ মাত্রায় পর্ব বিন্যাস ।কিন্তু মাত্রার প্রতি মোটেই খেয়াল রাখা হয়নি । যেমন–৫নং চরণ-৮ এর স্থলে ৯ মাত্রা, ৭ নং চরণ-১০ মাত্রা , ৯ নং চরণ-৮ এর স্থলে ৭ মাত্রা । সারা লেখাই এই রুপ ।মাত্রার প্রতি খেয়াল না রাখলে তো ছড়া হবে না । শুভ কামনা ।