নোটিশ
”ভন্ড পাগল”
এই লেখাটি ইতিমধ্যে 1077বার পড়া হয়েছে।
পাগল হবি ভাব ধরিবি
নিলি পাগল বেশ,
আউলা-ঝাউলা কুর্তা গায়ে
লম্বা দাড়ি-কেশ।
পাটিতে বসে ধ্যান করিলি
হবি তুই বাবা,
ভাবের দেশে সাঁকো বাঁধিবি
দু’ চক্ষু বোবা।
গেরুয়া গায়ে খোঁপা বেঁধে
হইলি তুই বৈরাগী,
পথে পথে গান গেয়ে
তুই সংসার বিবাগী।
কেবল্-ই তুই ভাব ধরিলি
আসল গুদাম ফাঁকা,
ধ্যানে বসে কেম্নে তুই
শুনিস্ কাক-এর কা কা।
ভাব ধরিলি পাগল সাজিলি
পানি রে কইলি জল,
আপন আপন ভালোই বুঝিস-
কেম্নে তুই পাগল?
কাম যাতনায় লোলুপ নজর
আঁধারে খুঁজিস মাগি,
ভবের সুখে কাতর তুই
কে বলে তুই বৈরাগী?
কলবে তর জিকির করে
দুনিয়াদারীর মন্ত্র,
ভাব ধরিয়া কি আর হইলি?
হইলি কেবল ভন্ড।
১,১৫৪ বার পড়া হয়েছে
ভণ্ডদেরকে নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করার জন্য কবিকে ধন্যবাদ। ভণ্ডদের ভণ্ডামির দৃশ্যগুলো এখানে উঠে এসেছে।
চারপাশে মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। ভন্ডামিতে ভরে যাচ্ছে সমাজ ও রাষ্ট্র। এদের থেকে মুক্তির পথ বের করতে হবে সবাইকে মিলে। আপনার কবিতা ভালো লেগেছে। এ বিষয়ের উপরে আমারো একটি কবিতা আছে। পরে পোস্ট করব।
হুম……”এদের থেকে মুক্তির পথ বের করতে হবে সবাইকে মিলে।”তবে তার আগে খুঁজে বের করতে হবে আমার আমি-তে কতটুকু ভণ্ডামি আছে,অতঃপর তা সংশোধন করতে হবে।নাহলে নিজে ভণ্ড হয়ে আরেকজন ভণ্ডকে কিছু বলতে যাওয়া এটাও এক ধরনের ভণ্ডামি।
এটা শুধু কবিতা নয়,
সুর আরোপ করলে গানও হবে।
ভাল লাগা।
দারুন বেশ ছন্দময লিখনী
পড়ে ভালো লাগলো কবি
সুন্দরের প্রকাশ
শুভ কামনা রইল