Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভাবনার নদী

লিখেছেন: তৌফিক মাসুদ | তারিখ: ০৫/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1042বার পড়া হয়েছে।

কখনো কখনো মনে হয়
কী এক অন্ধকারে ডুবে আছি আমি!
ভাবনার নদীটা বড্ড বেশী ঢেউ তোলে
ভেবে সারা হই, কী ভাবে আমায় নিয়ে
অলক্ষে মহান অন্তর্যামী।

মনের মাঝে কেন যেন সাথীহারা ঘুঘু পাখি
কারনে অকারনে ডেকে যায়।
আমি যেন হেমন্তের ধূ ধূ মাঠে
শুকনো একটি ডালে দোয়েল পাখি নিরুপায়।

১,০৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখার জগতে আমি একজন ছাত্র, লিখতে ভালবাসি। আমি আমার ব্যতিক্রমধর্মী চিন্তাধারা ও লেখনী দিয়ে সবার মাঝে আমার দেশপ্রেম ও সবার প্রতি ভালবাসা বিলিয়ে দিতে চাই। আর চাই সকলের শুভ কামনা।
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ১৫৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০২ ১৯:৩৪:০৯ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. Crown. মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে
  মনের মাঝে কেন যেন সাথীহারা ঘুঘু পাখি
  কারনে অকারনে ডেকে যায়।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসম্ভব সুন্দর হয়েছে
  ভাল লাগল

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  অসাধারণ

  পড়ে ভালো লাগলো কবি
  শুভ কামনা রইল

 4. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  চমৎকার ……।

 5. তৌফিক মাসুদ মন্তব্যে বলেছেন:

  ভাল থাকবেন যেখানেই থাকুন।

 6. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  চমৎকার লেগেছে দ্বিতীয়টি ! খুব সুন্দর লিখেছেন ।
  আপনার লিখা সম্ভবত প্রথম পড়ার সুযোগ হল ।
  শুভেচ্ছা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top