নোটিশ
ভাবনা শুধু তুই
এই লেখাটি ইতিমধ্যে 1398বার পড়া হয়েছে।
বহু দিন পর বহু কাল পর
অপেক্ষার প্রহর শেষে
হয়তো পেলাম তোকে,
যেমন করে চেয়েছি
পাইনি তেমন করে,
ঘরে ফিরেছিস ঠিক
তবে অন্য ঘরে,
তোর কি মনে পরে
কত সকাল কত দুপুর
কেটে যেতো
শুধু আমার অপেক্ষার প্রহর গুনে।
তুইতো দিব্বি আছিস সুখে
কত হাসি উপচে পড়ছে তোর চোখে।
তুই অধরা আকাশ
তোর ঘরে সুখের সাজ।
আমি ঈর্ষানিত নই
তোর সুখ দেখে,
বরং গর্বিত তোর সরল
মুখের হাসি দেখে।
১,৩৭৩ বার পড়া হয়েছে
khub sundor onuvb , valo laglo .