নোটিশ
ভাবের কণা (প্রস্থ ০৩)
এই লেখাটি ইতিমধ্যে 1251বার পড়া হয়েছে।

সবুজ পাতার ফাঁকে
হলদে পাখি ডাকে
দেয়না কেবল সাড়া
ডাকছি আমি যাকে।
ছবি ক’খান ট্যাগ করে
লাইক কমেন্ট বেগ করে
জানিনে তো কে যে কী চায়
আইডিটাকে ফেক করে।
জেনো তুমি আমার হবেই
তুমি রবে আমার ভবেই।
১,২৩৫ বার পড়া হয়েছে
বাহ! সুন্দর ছড়া তো। অনেক ভালো লাগল। তবে নেতিবাচক ‘না’-কে মূল শব্দ থেকে আলাদা করে লিখবেন।
আন্তরিক ধন্যবাদ শহিদুল ভাই।
আচ্ছা।
শুভেচ্ছা রলো
বেশ লেগেছে ।
ধন্যবাদ প্রিয় কবি।
ভালো থাকুন
সুন্দর লিখেছেন পরান ভাই।
ধন্যবাদ প্রিয় রব্বানী ভাই
দারুন ছড়া তো
ধন্যবাদ দাদা
খুব সুন্দর খুব সুন্দর এবং খুউব সুন্দর হইছে । ভাল থাকুন
অনেক
আন্তরিক
ধন্যবাদ জানবেন। প্রেরণা পেলাম