ভালবাসি অনেক আব্বা দূরে থাকলেও বাসি ভালো
এই লেখাটি ইতিমধ্যে 1072বার পড়া হয়েছে।
বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে সশ্রদ্ধ সালাম আর ভালবাসা…..
শুভ সকাল
©কাজী ফাতেমা ছবি
এমন আদর এমন স্নেহ
বলতে পারো পাবো কোথায়
কে যে এমন মায়ারডোরে
বেঁধে রাখছেন আত্মার সূতায়?
কার আঙ্গুলে ধরে শুনি
প্রথম আমার হাঁটতে শেখা
কার চোখেতে চোখটি রেখে
হলো আমার বিশ্ব দেখা?
অসুখ হলে কে-গো আমার
মাথার পাশে ছিলো খারা
আদর মাখা হাতের ছোঁয়ায়
মনে নামত শান্তির ধারা?
ভাতের লোকমা মুখে তুলে
কে আমায় খাওয়াতো শুনি
মেলা হতে কিনতে কে গো
রঙিন ঘুড়ি আর ঝুনঝুনি?
কাঁধে চেপে কে ঘুরাতো
বিকেল বেলার মিঠে হাওয়ায়
শীতলপাটির আসনে কে
বসতো কোলে দখিন দাওয়ায়?
শাসন করতো কে গো শুনি
মন্দ সময় আসতো যখন
কষ্টের প্রহর আসলে হঠাৎ
ছায়া হতো কে-বা তখন?
ভালবাসায় ছায়া হতো
মাথার উপর ছাদ যে হতো
আশ্রয় হতো সুখের তরে
নিরাপত্তা অবিরত!
সবাই বলবে একটি বাক্যে
বাবা হলেন সেসব কিছু
এক বেলা না খেলেই বাবা
নেয়ে ঘেমে দৌঁড়তেন পিছু!
বাবা মানে কঠিন ছায়া
ভরসাতে মাথার উপর
বাবা মানে তাপ রোদ্দুরে
শান্তির ছায়া সকাল দুপর।
সকল চাওয়া সকল আবদার
বাবার কাছেই থাকেরে ভাই
পাশে তোমার থাকলে বাবা
বলো দেখি আর কি-যে চাই?
বাবার হলেন মাথার ছাতা
বটবৃক্ষের ছায়া বাবা
বাবার দোয়ায় সাজাই সবাই
মোদের আগাম জীবন দাবা!
——————-
২।
আব্বা আপনি শিক্ষক মোদের
যদিও কাছে পাইনি বেশী
ছোটবেলায় দূরে দূরে
হয়ে ছিলেন দূর বিদেশী।
বহুদেশে ঘুরে ফিরে
এলেন যখন কাছে ফিরে
বন্ধুর মতই গল্প আড্ডায়
মেতেছি আপনাকে ঘিরে।
দেশ বিদেশের কতো গল্প
ঠোঁটের আগায় ছিল বাবার
কাছে ঘেঁষে শুনে গেছি
এক দুইবার কি ফিরে আবার।
মুক্তিযোদ্ধা বাবা আমার
দেশের জন্য যুদ্ধ করেন
স্বাধীনতার সূর্য নিয়ে
উর্ধ্বে জয়ের নিশান ধরেন।
গর্বে মোদের বুক ফুলে যায়
এমন বাবার সন্তান হয়ে
আমরাও তবে ছিলাম আব্বা
সাথে আপনার যুদ্ধ জয়ে!
আপনি মোদের হিরো আব্বা
দেশের গর্ব দশের গর্ব
আপনার সব আর্দশ নিয়ে
সাজাই মোদের জীবন পর্ব।
ভালবাসি অনেক আব্বা
দূরে থাকলেও বাসি ভালো
আপনি মোদের জীবন পথের
শুদ্ধতার এক সবুজ আলো।
বেঁচে থাকুন হাজার বছর
মাথার উপর হয়ে ছাতা
আপনার দোয়া থাকলে মাথায়
সুন্দর রবে জীবন পাতা।
১,০৫৫ বার পড়া হয়েছে