ভালোবাসার সত্ত্বা
এই লেখাটি ইতিমধ্যে 1506বার পড়া হয়েছে।
তোমাকে পাওয়ার পর থেকেই-
আমি বদলে গেছি,
আর আমার কবিতারাও গেছে পাল্টে ।
এখন আর অন্য কারও দিকে চোখ যায়না,
কারও সৌন্দর্য্য আমাকে মুগ্ধ করেনা ।
অপলক নয়নে তাকিয়েও থাকিনা,
আবেগের বালুচরে মেতেও থাকিনা ।
বিশ্ব বিখ্যাত নায়িকারাও আমার চোখে পড়েনা,
মোনালিসার হাসিও আজ ভালো লাগেনা ।
শুধু তুমি আছো বলেই,
শুধু তুমি ভালোবাসো বলেই ।
কেউ আজ আমাকে ভালোবাসাতে পারেনা,
জাগাতে পারেনা হৃদয়ে একটুকু ভালোবাসাও ।
কোন লোভ কিংবা ষড়যন্ত্রও পারেনা-
তোমার থেকে আমাকে দূরে ভীড়াতে ।
তুমি কি বুঝতে পারো আমার অনুভূতিগুলো,
এই যে বললাম না বলা কথাগুলো ।
অজান্তে এক অন্যরকম শিহরণে-
ভালোবাসার অধিকারে, ভালোবাসা পাই বলে ।
কবিতাগুলো তোমাকে ঘিরে-
তোমার অনুভূতির গহীণ থেকে গহীণ কোনে ।
লুাকয়ে রয় তোমার মাঝে ঊষ্ণ হৃদে,
শিহরণে জেগে উঠে আমার পরশ পেলেই ।
কবিতারা তোমায় নিয়েই থাকে সারাক্ষণ,
কেশের ভাঁজে, ঠোঁটের ভাজে শিহরণ যতক্ষণ ।
ঊষ্ণ বুকেই গড়ে চলে আবাসন চিরন্তন,
আমার সত্ত্বা তোমার মাঝে তাইতো আমরন ।
এ কি কোন বন্ধন, নাকি এরচেয়েও বেশি-
ভালোবাসার রাজ্যজুড়ে তুমিই এলোকেশী ।
সত্ত্বায় সত্যই মিশে আছো তুমি,
জীবনের বালুচরে নাইবা থাকুক ভূমি ।
কোন একদিন যদি ভালো না বাসো,
তখন হয়তো আমাকে পাবে ঠিকই-
কিন্তু আমার সেই সত্ত্বা !
তা কোনদিনও খুঁজে পাবেনা ।
এই সত্ত্বা যে তোমার ভালোবাসায় বাঁচে,
এই সত্ত্বা তোমার পরশে জীবন রচে ।
যদি ভালো না বাসো তখন কেন রবে ?
হারিয়ে যাবে দূর অজানায় আঁধারে থেকে ডুবে ।।
১,৪৯৬ বার পড়া হয়েছে
অরে কি ভালবাসারে
লেখা সুন্দর হইছে
সুন্দর প্রেমের কবিতা…