ভাল বেসনা কাউকে
এই লেখাটি ইতিমধ্যে 827বার পড়া হয়েছে।
ভাল বেসনা কাউকে
ভাল বেসনা কাউকে—–
যদি সে ভালবাসা স্পন্দিত করতে না পারে
অপরকে,যদি দেয়ালে ছুরে মারা পাথর
কণার মতো ফিরে আসে তোমার আবেদন ।
নির্লিপ্ত স্বীকারোক্তি, সেতো ভালবাসা নয়,
সংসার বাধার আয়োজন,
লোভে অথবা চাপে কোন উর্ধ্ব শক্তির ।
ভালবাসা আবেগ জড়ানো উদ্দামতা,
সেতো নির্লিপ্ততা নয় ।
সংসার চলে যায় সাধারন নিয়মে,
দিন আসে দিন যায়,
যায় রাতের পর রাত ,
সুখের উপমা খুঁজে প্রতিবেশীরা ।
ভাল বেসনা কাউকে—–
যদি হৃদয়ে রক্তক্ষরণ না হয়,
যদি তোমার জন্য খর চোখে
চেয়ে না থাকে বন্ধ জানালায়,
যদি হাসির ঝলক ফুটে না উঠে তোমার চোখে
যদি দুঃখের বন্যা না যায় বয়ে তোমায় বিহনে,
বিয়ে ? সেতো বন্ধন, জীবন নয় ।
কেটে যায় আনন্দে অথবা
কয়লার খনির বন্দী শ্রমিকের মতো,
যাদের সাধ্য নেই কথা বলার ,
শক্তি নেই বন্ধন ছেড়ার,
শুধু ধুকে ধুকে প্রহর গুনা
আর মরে যাওয়া ।
ভাল বেসনা কাউকে——-
যতি সে ভালবাসা হৃদয় ক্ষত
মেরামতে না ঢালে সন্জিবনী সূরা,
হাসিতে হাসি না হয় যদি
ক্রন্দনে ক্রন্দন,
হৃদয় উদ্বেলিত হয়ে না উঠে
চিন্তিত মুখ দর্শনে প্রিয় জনের ।
ভাল বেসনা কাউকে——-
যদি সে মন পুরো পুরী না হয়
শুধুই তোমারই জন্য ।
দুদোল্যমান মন,
সেতো জলে ভাসা মাঝিহীন নৌকার মতো
বাতাসের বেগ বা স্রোতের টান
যেদিকে বেশী ভিরে যাবে সে কুলেই ।
মালা মালি টান,ভেসে যাবে নির্লিপ্ত ভাবে,
হতাশায়, নিরানন্দে,ভালবাসা হীন জীবন
টেনে টেনে পৌঁছে যাবে তুমি একদিন ওপারে । ।
৮৭৮ বার পড়া হয়েছে
সংসার চলে যায় সাধারন নিয়মে,
দিন আসে দিন যায়,
যায় রাতের পর রাত ,
সুখের উপমা খুঁজে প্রতিবেশীরা ।
বাহ চমৎকার লাগল কবিতা। বিশেষ করে সুখের উপমা খুঁজে প্রতিবেশীরা এই লাইনটি অন্যরকম ভাল লাগল।আপনার কবিতা কিন্তু দিনদিন উন্নত/ উচ্চাঙ্গের হচ্ছে। অনেক ভাল লাগল পড়তে এই কবিতাটি।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।অনেক শুভকামনা রইল।
আপনি একজন ভাল কবি এবং ভাল লেখক । কাজেই আপনার মন্তব্য গুরুত্বের সাথে গ্রহন করলাম । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
শুভ কামনা ।
ভাল বেসনা কাউকে—–
যদি হৃদয়ে রক্তক্ষরণ না হয়,
যদি তোমার জন্য খর চোখে
চেয়ে না থাকে বন্ধ জানালায়,
যদি হাসির ঝলক ফুটে না উঠে তোমার চোখে
যদি দুঃখের বন্যা না যায় বয়ে তোমায় বিহনে,
সত্যিই তাই ।
অনেক ভাল লাগা !
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । শুভ কামনা ।
ভালো লাগলো ।
ধন্যবাদ । শুভ কামনা । ভাল থাকুন ।
সংসার চলে যায় সাধারন নিয়মে,
দিন আসে দিন যায়,
যায় রাতের পর রাত ,
সুখের উপমা খুঁজে প্রতিবেশীরা ।
Fine!!
অপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশী হলাম । শুভ কামনা ।
বিয়ে ? সেতো বন্ধন, জীবন নয় ।
কেটে যায় আনন্দে অথবা
কয়লার খনির বন্দী শ্রমিকের মতো,
যাদের সাধ্য নেই কথা বলার ,
শক্তি নেই বন্ধন ছেড়ার,
শুধু ধুকে ধুকে প্রহর গুনা
আর মরে যাওয়া ।——–চমৎকার কথা। কবিকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ । ভাল থাকুন সতত ।
ভাল বেসনা কাউকে——-
যদি সে মন পুরো পুরী না হয়
শুধুই তোমারই জন্য ।
লাভ নাই ভালবাইস্যা আমার মত করে সে ভাল বাসে না তো
কবিতা অসম্ভব ভাল লাগল । শুভকামনা সতত
ভালবেসো নিঃশর্ত, প্রতিদান চেয় না