Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“ভিন্ন দু’নদী”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৭/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 961বার পড়া হয়েছে।

ভিন্ন গন্তব্যের দু’নদী
মাঝখানে দু’দেশের নিষিদ্ধ সীমান্ত।
ভিন্ন খাসিয়তের দু’নদী
আত্ম ধ্যানে বয়ে যাচ্ছে অক্লান্ত।
ভিন্ন আকিদার দু’নদী
নেই সম্পর্কের ক্ষীণতম পিছুটান।
ভিন্ন ধর্মের দু’নদী
কারো বিশ্বাস গীতাতে আর কারো কোরআন।

ভিন্ন নীতির দু’নদী
আঁচল ঘেঁষে নিজস্ব সভ্যতা।
ভিন্ন আদর্শের দু’নদী
কোথাও নেই তিলতুল্য সাম্যতা।
ভিন্ন মঞ্জিলের দু’নদী
কেউ নয় কারো উপর বোঝা।
ভিন্ন রাজ্যের দু’নদী
কেউ নয় কারো অনুগত প্রজা।
ভিন্ন চরিত্রের দু’নদী
সুখ দুঃখের বিপরীত উপন্যাস।
ভিন্ন মতবাদের দু’নদী
মিলনেই ঘটে সর্বনাশ।

ভিন্ন উৎসের দু’নদী
কারো ভালমন্দে নেই কারো জোয়ার ভাটা।
ভিন্ন উদ্দেশ্যের দু’নদী
কেন তবে একে অন্যকে দাও খোঁটা?
ভিন্ন সংস্কৃতির দু’নদী
কি লাভ তবে একে অন্যের গীবতে?
ভিন্ন অণুতে গড়া দু’নদী
তবে কেন হস্তক্ষেপ একে অন্যের জগতে?

ভিন্ন সেই দু’নদী ভিন্ন-ই থাক
থাক আপন ঘরোয়া স্বস্তির বলয়ে।
অনাধিকার চর্চার মাতম তুলে
কি প্রাপ্তি ভয়ংকর রাক্ষুসে প্রলয়ে?

৯৪৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  ভাল বলেছেন।
  অভিনন্দন ও শুভেচ্ছা –

 2. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  অনাধিকার চর্চার মাতম তুলে
  কি প্রাপ্তি ভয়ংকর রাক্ষুসে প্রলয়ে?

  অসাধারণ লিখেছেন

  শুভেচ্ছা জানবেন কবি।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখেছেন

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  nice

  ভালো লাগলো পড়ে

  বেশ সুন্দর লিখনী কবি

  শুভ কামনা থাকলো

 5. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন । চমৎকার লাগলো পাঠে ।

  অনাধিকার চর্চার মাতম তুলে
  কি প্রাপ্তি ভয়ংকর রাক্ষুসে প্রলয়ে?

  এই লাইন দু’টো অসাধারণ লেগেছে । শুভেচ্ছা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top