নোটিশ
ভূমিকম্প
এই লেখাটি ইতিমধ্যে 1129বার পড়া হয়েছে।
ভূমিকম্প
হঠাৎ দরজার কপাটটা নেড়ে উঠল
কি আশ্চর্য বিল্ডিংটাও..
পাশেরটাও।
গাছথেকে ঝড়ে পড়ছে শুকনো পাতা
মরা ডাল, আঁশ
জালাশয়ের পানিতে ঢেউ।
তবুও তার কলমটা কেপে উঠলো না;
কিংবা দোয়াতের কালি।
১,১৯৯ বার পড়া হয়েছে
তবুও তার কলমটা কেপে উঠলো না;
কিংবা দোয়াতের কালি।
সত্যি চমৎকার কিছু কথা লিখলেন।
কবতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
ভাল লাগল ভাই।
আপনার কবিতায় দম আছে।