Today 30 Nov 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভয়

লিখেছেন: কে এইচ মাহবুব | তারিখ: ০৯/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 3006বার পড়া হয়েছে।

ওপারে ঘোর অন্ধকার ,
অমা-বর্ষার রাত ।
মাঝ নদীতে কে যেন দাঁড়ীয়ে আছে !
ঠাঁকুর মার ঝুলির ভূতের মতো দেখতে ।
ডরে গায়ের পশম গুলো
একের পর এক জেগে উঠছে ।

নাকি কোন এক জেলে মাছ ধরছে ?
চিংড়ি পোনা পুটি ঝাটকা ।
এ রাতে কেউ ঘর থেকে বের হয় না
যাদের বুকের পাটা ছোট
এ রাতে ঝোপ ঝাড়ে –
পুরোনো কবরে –
কিংবা নতুন কবরে –
মরে যাওয়া মানুষের আত্মার সাথে আনন্দ করে কাটায় ।

ভূ- খণ্ডে মানুষের জন্য দিনের বেলা ঠাঁই পায়না ;
ডরে কাঁপছি শির শির
হঠাৎ তাকিয়ে দেখি কলম নেই
হাতে রেখে ছিলাম ধরি ,
ভাবছি- তবে কি কলম টা নিয়ে গেল শয়তান ?
কিংবা লাল পরী-নীল পরী ।

৩,০৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪। ই-মেইলঃ khmahabub@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৮৯ টি
সর্বমোট মন্তব্য: ৭১২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৩ ০৫:৫৩:৪৫ মিনিটে
Visit কে এইচ মাহবুব Website.
banner

৫ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অমাবস্যা হবে
  ভয়ের কবিতা ভাল লাগল

 2. মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আপনার লেখাটি ভাল লাগল।আপনার সুন্দর লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আপনি বরাবরই নিয়ম ভঙ্গ করে এক পৃষ্ঠায় একাধিক লেখা প্রকাশ করেন। আজও করলেন। ভাই একটু নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করুন।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাবছি- তবে কি কলম টা নিয়ে গেল শয়তান ?
  কিংবা লাল পরী-নীল পরী ।
  নীল পরী নাকি মনের ময়ূরী ?

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভয়ের কবিতা!ভালই তো–আর একটু দেখে মিলিয়ে লিখলে আরও ভাল হত।আগের অপেক্ষায়–কেমন?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top