মঙ্গল চিন্তায় মৎস্য ব্যবসা ।
এই লেখাটি ইতিমধ্যে 1055বার পড়া হয়েছে।
মানুষ হিসেবে আমরা অতিশয় নিম্নশ্রেনীর । জ্ঞান গরিমা একেবারেই অধোঃ পর্যায়ের । আমরা বুঝে কিছু করতে পারি না । এমনকি দেখেও কিছু শিখতে পারি না । এমন আমাদের নিয়ে রাষ্ট্র সমাজের চিন্তার অন্ত নেই । কেননা এই আমরা সংখ্যাগরিষ্ঠ । পাশাপাশি রাষ্ট্রের বোঝা । আমাদের না পারা ছুড়ে মারা, না পারা যায় তেল মারা । আমরা দুটোর’ ই অযোগ্য । তাই রাষ্ট্রের হিতাহিত যত চিন্তা সব আমাদের নিয়ে । কিভাবে আমাদের আয় উন্নতি বাড়বে , কিভাবে একটু ভালমন্দ খেয়ে রাষ্ট্রের তথা সরকারের তেলবাজি করব এসব নিয়ে বড্ড ব্যস্ত থাকতে হয় কর্তাব্যক্তিদের । আবার রাষ্ট্রের সীমাবদ্ধতা থেকে আমাদের জন্য কোনকিছুই করা সম্ভব হয় না । গরীব দেশ । আমাদের সৎকার করবে এমন অর্থ কই ? তাই বলে একেবারে বসে নেই কর্তাব্যক্তিরা । আমাদের চক্ষু সামনে মাঝে মাঝেই নিয়ে আসেন বড় বড় উদাহরন । যাতে আমরা উদ্ধুদ্ধ হই । কিন্তু ঔ যে বললাম আমরা দেখেও কিছু শিখতে পারি না । তাই আমাদের মঙ্গলও হয় না । অবশ্য মূর্খ মানুষের মঙ্গল সোজা কথা নয় ।
কিভাবে আয় উন্নতি করতে হয় তার নিকট প্রমান রেখেছেন আমাদের মান্যবর সংসদ প্রার্থীরা । আশাকরি এবার আমাদের চক্ষু বিস্ফোরিত হবে । এবং জাল, বড়শি নিয়ে মৎস্য ব্যবসায় নেমে যাব এবং আমাদের হলফনামার একটা সম্মানজনক আকার দিতে পারবো ।
যেসব গার্মেন্টস ব্যবসায়ী নানান ঝক্কি ঝামেলা সয়ে ব্যবসায় লালবাতি জ্বলার আশংকায় হৃদরোগে আক্রান্ত হবেন বলে স্হির করেছেন তারাও আশাকরি কম ঝুঁকি অধিক লাভের মৎস্য ব্যবসায় নেমে পড়বেন । এবং ডাক্তারের কাছে যাওয়া থেকে আশু নিষ্কৃতি নিবেন ।
এতকিছুর পরও যদি আমরা কিছু শিখতে না পারি তবে আমাদের অমঙ্গল কেউ ঠেকাতে পারবে না ।
……………………………..নিঃশব্দ নাগরিক ।
১,১১১ বার পড়া হয়েছে
এত দিন সঠিক সিদ্ধান্ত নিতে না পারলেও আপনার লেখা পড়ে এবার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে ণা । শুভ কামনা ।
আপনাকেও অনেক ানেক শুভকামনা ।
এতকিছুর পরও যদি আমরা কিছু শিখতে না পারি তবে আমাদের অমঙ্গল কেউ ঠেকাতে পারবে না ।
শিখছি।অসাধারন শিক্ষক আপনি তুলনাহীন।দেশ জাতি আপনাকে চায়।আপনার মৎসের টুকরী ধরে রাখার জন্য অ্যাসিসট্যান্ট হিসাবে আমাকে নিবেন প্লিজ।
অনেক মজার লেখা।আনন্দ পেলাম ।শুভকামনা।
অনুরোধ ফেলার মতো সাহস আমি আজো অর্জন করতে পারিনি । ধন্যবাদ ।
শিক্ষামূলক পোষ্ট ।
ধন্যবাদ ।
অন্যরকম…
ধন্যবাদ ।