নোটিশ
মনন সুখ
এই লেখাটি ইতিমধ্যে 1855বার পড়া হয়েছে।
মনের সাথে মনের কথা বলা
চেনা অচেনার যাত্রা কাব্যে
মিলনের গাঁথা লেখা থাকে ভাবে
শান্তির খোঁজে পথ পায় লোকে ।
নিজেকে দেখার হারিয়ে সাহস
তোমাকেই করে দোষের ভাগী
জমছে পাহাড় অনাদর সুখ
আমরা সবাই মোহভোগী ।
পথ আগলে পথেই আছি
পথের সীমানায় মনের সাথী
আমার হয়ে আমারই কথা বলে
জীবনকে দেখি অনন্য সুখে ।
১,৮৩২ বার পড়া হয়েছে
মনন সুখ পড়ে ছন্দ ও কথামালায় মনে অনেক সুখ পাইলাম।
ধন্যবাদ দীপঙ্কর বেরা।
অনেক ধন্যবাদ । খুব খুব ভাল থাকবেন ।
বেৱা দ্যা আপনাকে দেখিনা কেনো? লেখাতো লিখেছেন দাৱুন তবে আপনাকে আৱো ভাল লিখতে হবে
খুব পয়েণ্ট কাটা যাচ্ছে । মন্তব্য করতেই ভয় পাচ্ছি । ধন্যবাদ জানালে তাও মুছে যাচ্ছে , এটাও কাটা যেতে পারে ।
তবু ধন্যবাদ জানালাম । খুব খুব ভাল থাকবেন । লেখা পড়েছেন আমি খুশি ।
কবিতায় ছন্দেৱও মিল আছে এক কথায় অসাধাৱন লিখেছেন বেড়া দ্যা শুভেচ্ছা ৱইলো
সত্যিই ভালোলাগার ব্যাপার আছে কবিতাটিতে। কিছুটা ভিন্ন চিন্তা খুঁজে পাওয়া গেছে কবিতায়। শুভেচ্ছা অবশ্যেই কবিকে।
শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকেও
আপনার পয়েন্ট কাটা যাবে দাদা জানতাম। কারন আপনি স্বল্প কথায় মন্তব্য করতেন বেশী। তাই পয়েন্ট কাটার পদ্ধতি না রাখতে বলেছিলাম সম্পাদক মহোদয়কে। হলোও তাই দাদা।
মনে কিছু নিয়েননা দাদা ঠিক হয়ে যাবে সব।
আপনিও আগাবেন আর সম্পাদক মহোদয়ও হয়তো।
পয়েন্ট নয় লেখাই যে আমাদের কাজ তাই মনে কিছু রাখি না । শুধু লিখি ।
ধন্যবাদ ।
ভাল থাকবেন
আমারও কাটা যায় নাকি দাদা।
যাক, গেলে সামনে থেকে আরো সতর্ক হবো।
অনেক নিয়ম । সদা সর্তক ।
কবিতার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য অন্যরকম। খুব ভাল লাগল পড়ে।
অনেক ধন্যবাদ
দাদার জন্য আবার সমবেদনা, মাস্টার মহাশয় বলেছে— নিজ লিখার প্রতি মন্তব্য—-
ধন্যবাদ, সুভেচ্ছে — কম লিখা লিখে দেওয়া যাবে। কিন্তু অন্য লিখায় টা যাবে না। আপনাকে
লিখাম্পর্কে কিছু লিখতে হবে।
ভাল লিখেছেন—- মনের গভির থেকে ছুয়ে যায়। মানব জীবনের কিছু মহুরত্য উঠে এসেছে।
তাই সংক্ষিপ্ত ধন্যবাদ
ভাল থাকবেন ।
মোহভংগ ভোৱেৱ আলোয় খুব ভাল লাগলো
আমি তো আছি । আপনাদের সংগে । ধন্যবাদ । ভাল থাকবেন ।
মোহভঙ অনেক ভাল লাগলো
অনেক ধন্যবাদ ।
বেশ । আমারও ভাল লাগছে । আর নেই এই পয়েন্টের দৌড়ে । লেখা ভালোবাসি । লিখি । মন্তব্য কমিয়ে দিয়েছি । বড় মন্তব্য লেখার সময় পাই না ।
আপনি খুব ভাল থাকবেন
ধন্যবাদ ।
মনের সাথে মনের কথা বলা
চেনা অচেনার যাত্রা কাব্যে
মিলনের গাঁথা লেখা থাকে ভাবে
শান্তির খোঁজে পথ পায় লোকে
ভাল লেগেছে কবিতা।অনেক শুভেচ্ছা রেখে গেলাম। ভাল থাকুন।
অনেক ধন্যবাদ ।
ভেড়া দ্যা আপনাৱ ফেসবুক আইডি টা ০১৮১৫১৩৪৯৮৩ এটাতে টেক্স কৱুন তো অথবা লিংক টা ইমেইল কৱুন delowar75@gmail.com
অনেকবাৱ পড়লাম তা খুব ভালো লাগলো
আমরা সবাই মোহভোগী ।
হুম ঠিক তাই
সুন্দর লিখেছেন