Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মনে পড়ছে

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১২/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1294বার পড়া হয়েছে।

আজ কেন জানি তোমাকে বেজায় মনে পড়ছে
একটি পলক দেখিতে মন ব্যাকুল হয়েছে
কোন লাভ নেই , কোথায় যে ঠিকানা ?
কেমন আছ তুমি ? তাও জানিনা ।

খেচর হলে ডানায় ভর করি
উড়ে উড়ে যেতাম তোমার বাড়ি ;
পরন্ত বৈকালে ক্লান্ত দেহে পৌছাতাম
ক্ষুধা তৃষ্ণা মিটিত যখন তোমায় হেরিতাম ।
কিন্তু চিনিনা তোমার ঘর
এ টুকু জানি রহিছ যশোর ।

দেখার কত সাধ আঁখি নীরে চিত্ত গভীরে
অপূর্ণ যাতনার আর্তনাদে লুটোলুটি করে ;
নিঃতেজ নিথর হয়ে পড়ে রয় অসার দেহ
যাঞ্চা করি ব্যগ্র চিত্তে খবর দিবে কেহ ।

মেঘেরে শুধাই , দেখেছ কি হিমিকে ?
বিজলী বেগে ছুটে চলে নির্বাকে
হাওয়ারে শুধাই , জান কি ভাই খবর ?
উষ্ণ কণ্ঠে কহিল , সে কি ভৃত্য মোর ?
দেখার মোহে উত্তপ্ত মরু চরেও ছুটছি শুধু
সেই আশ্বে ,অবকাশ জুটিবে ললাটে হয়তো কভু ।

১,৩৪৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. আরজু মন্তব্যে বলেছেন:

    হিমি যশোরে থাকে এটা জানা গেল।প্রেমের বিরহের কবিতা লিখে যাও ক্রমাগত।একদিন হিমির চৈতন্য হবে তোমার জন্য প্রেমের শান্তমহল বানাবে এবং টূরিষ্ট স্পট হিসাবে আমরা দর্শনীয় জায়গা টা দেখে আসব।

    ধন্যবাদ তোমাকে এই কবিতাটি লিখার জন্য।

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    কালিদাসের মতো অনুসন্ধান । ভাল লাগল । শুভ কামনা ।

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    হিমি কি এখন ও আছে
    মানে কার ও হয়ে যায়নি তো,

    তাহলে সাধনা করে যান,

    অনেক ভাল লাগা।

  4. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    ধীরে ধীরে তো আমার মত পাঠকরাও হিমির প্রেমে পড়ে যাবে। অসম্ভব ভালো লাগায় মিশে গেছে।

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    মেঘেরাই হিমিকে দেখে

    খুব সুন্দর অনুভূতি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top