নোটিশ
মনে রেখ
এই লেখাটি ইতিমধ্যে 1474বার পড়া হয়েছে।
যদি তোমার অজান্তে হারিয়ে যাই
ভুলে যেও না
জীবনের খাতায় কোন এক পাতায়
রেখে দিও অনেক মায়ায়
হয়তো কোন একদিন উঠবো ভেসে
স্বপ্ন হয়ে তোমার চোখে
কোন এক চাঁদনী রাতে
ছায়া হয়ে বসবো তোমার সাথে
যেমনী বসে ছিলাম
কোন এক ফেলে আসা রাতে
১,৫২০ বার পড়া হয়েছে
চলন্তিকা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আপনার ছোট কবিতাটি আমার খুব ভাল লেগেছে। আশা রাখি আপনাকে নিয়মিত পাব।
দারুণ লেখনীর সুন্দর কবিতা। খুবই ভালো লাগলো।
হয়তো কোন একদিন উঠবো ভেসে
স্বপ্ন হয়ে তোমার চোখে
কোন এক চাঁদনী রাতে
ছায়া হয়ে বসবো তোমার সাথে
সুন্দর কবিতা। স্বাগতম আপনাকে চলন্তিকায়। আশা করছি নিয়মিত লিখবেন। ভাল থাকুন।
khub misty kobita —– !
সুন্দর
চলন্তিকায় স্বাগতম… ভালো লেগেছে কবিতা..
Besh
bhalo laglo
ভাল লাগা জানালাম ।
অসাধারণ।
ছোট বাট। দারুণ
সুন্দর
শুভ কামনা