Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মনে রেখ

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ২৭/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1565বার পড়া হয়েছে।

যদি তোমার অজান্তে হারিয়ে যাই
ভুলে যেও না৤
জীবনের খাতায় কোন এক পাতায়
রেখে দিও অনেক মায়ায়৤
হয়তো কোন একদিন উঠবো ভেসে
স্বপ্ন হয়ে তোমার চোখে ৤
কোন এক চাঁদনী রাতে
ছায়া হয়ে বসবো তোমার সাথে৤
যেমনী বসে ছিলাম
কোন এক ফেলে আসা রাতে৤

১,৬০৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

    চলন্তিকা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আপনার ছোট কবিতাটি আমার খুব ভাল লেগেছে। আশা রাখি আপনাকে নিয়মিত পাব।

  2. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    দারুণ লেখনীর সুন্দর কবিতা। খুবই ভালো লাগলো।

  3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    হয়তো কোন একদিন উঠবো ভেসে
    স্বপ্ন হয়ে তোমার চোখে ৤
    কোন এক চাঁদনী রাতে
    ছায়া হয়ে বসবো তোমার সাথে৤

    সুন্দর কবিতা। স্বাগতম আপনাকে চলন্তিকায়। আশা করছি নিয়মিত লিখবেন। ভাল থাকুন।

  4. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    khub misty kobita —– !

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর

  6. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    চলন্তিকায় স্বাগতম… ভালো লেগেছে কবিতা..

  7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Besh
    bhalo laglo

  8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাল লাগা জানালাম ।

  9. মোঃ নিউশা মন্তব্যে বলেছেন:

    অসাধারণ।

  10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ছোট বাট। দারুণ
    সুন্দর

    শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top