» মন কথনিকা-(৭৬-৮০)
এই লেখাটি ইতিমধ্যে 1600বার পড়া হয়েছে।
মন কথনিকা-৭৬
কোনো কথা বললে-ই সেযে রাগে চমকায়
আজাইরা-ই শুধু দেখি আমাকে ধমকায়
আদর করে বলবে কথা মেনে নেবে সব
তা-না করে তোলে বেসুরা কলহ রব।
(24 November 2014 at 19:48)
মন কথনিকা-৭৭
ধরতে গেলে উড়াল দাও কেনো ওগো নীল ফড়িং!
গল্প করি চলো সময়গুলো কাটছে বোরিং
পদ্মপাতায় ভাসি চলো শাপলা ফোটা বিলে
না হয় চলো সাঁতার কাটি স্বচ্ছ স্নিগ্ধ জলে ।
(23 November 2014at 21:15)
মন কথনিকা-৭৮
মারামারি কাটাকাটি গোলাগুলি বন্দুক
চামে স্বার্থপররা লোটপাটে ভরে নিজ সিন্ধুক
রক্ত ভেজা লাশ পড়ে রাস্তায়, চোর হাতড়ায় পকেট
স্বামীর ভেজাল রোজগারে স্ত্রী বানায় সোনার লকেট।
(22 November at 22:42)
মন কথনিকা-৭৯
ভাল পথে সত্য পথে মন রাখো অবিচল
সত্য পথের পথটা থাকুক না যতই পিছল
হাল ধরতে ধৈর্য্য ধরো, সহ্যের মাত্রা ছাড়ালে
সত্যের পথে বন্ধু পাবে দেখো হাত বাড়ালে।
(21 November 2014 at 21:35)
মন কথনিকা-৮০
মনের উঠোনে রোদ উঠেছে; উঠোন জ্বলে খাঁখা
জল দাওনা গো ছিটিয়ে; ভালবাসা দিয়ে মাখা
রোদে জ্বলে ঘাসফুল; বাঁচিয়ে তো আর যায় না রাখা
জ্বলে পুড়ে সব গেলে; জীবন হয়ে যাবে ফাঁকা।
(20 November 2014 at 22:21)
১,৬০২ বার পড়া হয়েছে
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় ।
আমার দুই ছেলে তা-সীন+তা-মীম
====================
আমি আসলে লেখিকা নই, হতেও চাই না
আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না
তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই
সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি ।
লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ......................
========================
এটা হলো ফেইসবুকের কথা........
==========================
কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না ।
পোলার মা হইছি বইল্যা খালাম্মা
নট এলাউড.........
================
এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
=======================
কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ
চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB
=========================
এই হলাম আমি........
=================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
কোনো কথা বললেই সে রাগে চমকায়
আজাইরাই দেখি আমায় শুধু ধমকায়!
বেশ লাগল কবি।
শুভেচ্ছা নিন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
মারামারি কাটাকাটি গোলাগুলি বন্দুক
চামে স্বার্থপররা লোটপাটে ভরে নিজ সিন্ধুক
রক্ত ভেজা লাশ পড়ে রাস্তায়, চোর হাতড়ায় পকেট
স্বামীর ভেজাল রোজগারে স্ত্রী বানায় সোনার লকেট।
একবারে খাটি কথন
শুবেচ্ছা জানবেন আপু
আন্তরিক ধন্যবাদ আপনাকে
সবকটাই দারুণ
ধন্যবাদ দাদা
বেশ ছন্দময় লিখনী
ভালো লাগলো কবি……………………………………..
ধন্যবাদ
খুব সুন্দর সুন্দর মন কথনিকা পড়লাম । খুব ভালো লাগলো আপু । শুভেচ্ছা ও ভালোবাসা রেখে গেলাম লিখায় । ভালো থাকবেন ।
ধন্যবাদ ভাইয়া ভাল থাক
মাত্রা বৃত্ত ছন্দে লেখা কবিতাংশ গুলো খুব ভাল লাগলো । কবির ভবিষ্যৎ আছে । শুভ কামনা ।
ধন্যবাদ অনেক অনেক. সাথেই থাকুন
ভাল লাগার মত ছন্দময় কথাগুলো।
আন্তরিক ধন্যবাদ জানবেন