Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মলিন মুখ

লিখেছেন: কে এইচ মাহবুব | তারিখ: ১১/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 905বার পড়া হয়েছে।

এই তুমি এখনো ঘুমিয়ে আছো
দেখেছো বেলা কয়টা বাজে ?
বলেছিলাম না খুব সকালে জাগবো
যেতে হবে আমার স্কুলের কাজে ।

গভীর কুয়াশা আর প্রকট শীতে
তোমার মুখটা ও যে মলিনে ভরা,
খুব খারাপ লাগছে তোমায় দেখে
বল আমার আছে কি আর করা ।

ঠোঁট গুলো ও ফেটে চৌচির…
যেমন চৈত্র মাসের উর্বর জমি,
নিজের দিকেও একটু রেখো খেয়াল
ভেবনা আমার সময় নিয়ে তুমি ।

সূর্যের আলো পরেনি এখনো ঘরে
যে আলোতে আমি বেরিয়ে পরি ,
সময়টা ও যাচ্ছে না ঠিক জানা
বন্ধ হয়ে আছে দেয়ালের ঘড়ি ।

************ সমাপ্ত ***********
তারিখ :   ১১-০১-২০১৪ ইং ।

৯৫৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪। ই-মেইলঃ khmahabub@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৮৯ টি
সর্বমোট মন্তব্য: ৭১২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৩ ০৫:৫৩:৪৫ মিনিটে
Visit কে এইচ মাহবুব Website.
banner

৮ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হয়েছে।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  এই তুমি এখনো ঘুমিয়ে আছো
  দেখেছো বেলা কয়টা বাজে ?
  বলেছিলাম না খুব সকালে জাগবো
  যেতে হবে আমার স্কুলের কাজে ।

  মাহাবুব শেফালী ডাকছে তো।উঠ উঠ দৌড় দাও।আমার বেলা ১১ টা প্রায়।নাস্তা খেতে হবে।ধন্যবাদ তোমাকে আর তোমার শেফালীকে (কবিতার উদ্দীপক এবং কবি)।ভাল
  ভাল থাক মিলেমিশে থাক দুজন।

  • কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

   আরজু ঃ আপু শেফালী বলতে আমার কেউ নেই । তাঁকে আমি দূর থেকেই ভালো বেসেছিলাম । সে আমার থেকে অনেক দূরে…। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবে । শুভ কামনা রইলো ।

 3. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

  সূর্যের আলো পরেনি এখনো ঘরে
  যে আলোতে আমি বেরিয়ে পরি ,
  সময়টা ও যাচ্ছে না ঠিক জানা
  বন্ধ হয়ে আছে দেয়ালের ঘড়ি ।
  – কবিতার ভাবার্থ মুগ্ধ করেছে যা সংসারের বাস্তবচিত্র ৷ তবে, পিপাসা মিটলনা , আরেকটু সামনে এগুলে আরো ভালো হতো ৷ ধন্যবাদ আপনাকে ৷ শুভকামনা সতত ৷

 4. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  আহমেদ রুহুল আমিন ঃ ঠিক তাই । আগামীতে দেখবো , মন্তব্য করার জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

 5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ ভাল। নৈমত্তিক দিন যাপনের খন্ড চিত্র।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  নৈমত্তিক দিন যাপনের খন্ড চিত্র বেশ ভালো লাগলো
  চমৎকার লিখনী
  মুগ্ধ

  শুভ কামনা রইল
  ভাল থাকুন ভাল লিখুন

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top