নোটিশ
নিজেই তৈরি করে নিন মশা তাড়ানোর জম
এই লেখাটি ইতিমধ্যে 1487বার পড়া হয়েছে।
মশার উপদ্রবে ঘরে থাকতে কষ্ট হচ্ছে? অ্যারোসল দিয়েও কোনো কাজ হচ্ছে না? আবার বেশি অ্যারোসল বা কয়েল জ্বালালে বাচ্চাদের ক্ষতির ভয়ও আছে। মশারি তো জঞ্জালের বোঝা। কী করা যায়?
একটুখানি বুদ্ধি খাটান। মশারা বাপ বাপ বলে ছুটে পালাবে। নিজেই তৈরি করে নিন মশা তাড়ানোর জম।
ভাবছেন কীভাবে? মাত্র দুটি জিনিস লাগবে। আর তা সবার ঘরেই পাওয়া যায়।
একটি পাতিলেবু এবং ১০টি লবঙ্গ নিন। পাতিলেবুটি মাঝখান দিয়ে কেটে নিন। এরপর সেই পাতিলেবুর কাটা অংশে ৫টি করে লবঙ্গ গুঁজে দিন। বাটিতে করে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে দিন। দেখুন কিছুক্ষণের মধ্যেই মশারা ঘর থেকে পালাবে।
অ্যারোসলের মতো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর থাকতে পারেন মশামুক্ত।
১,৪৬৩ বার পড়া হয়েছে
ভালো আইড়িযা
………………….মুগ্ধ হলাম
ভাই আইডিয়া ভালো তবে আমি চেষ্টা কেরে কোন ফল পাইনি…… উল্টো মশার কারনে আমাকেই ঘড় থেকে বাহীর হতে হয়।
শুভকামনা রইল লেখকের প্রতি
বলেন কি!
এমন যাদুকরি দাওয়াই!
মশা তো মরবেই, মশার ঔষধ প্রস্তুতকারীরাও এবার না খেয়ে মরবে!!
টেস্ট করে দেখতে হবে এবং আজ রাতই –
ধন্যবাদ
তাই নাকি ? এতো চমৎকার একটি বিষয় ! কার্যকারিতা পরখ করা দরকার ।
ভালো লাগলো দরকারি পোস্ট । ধন্যবাদ ।
খুব ভালো পরামর্শ !