মস্তানের জীবন
এই লেখাটি ইতিমধ্যে 1555বার পড়া হয়েছে।
মস্তান কি ভাই এক দিনে হয়
হয়তো দিনে দিনে ,
অধিকাংশই তো মস্তান হয়
বাবা মায়ের গুনে ।
শিশুকাল কাটে যে তার
মায়ের আচল তলে ,
খারাপ কিছু করলেই বলে
ও-তো ছোট ছেলে ।
শিশু হতে কিশোর হয় সে
এমনি ছায়া পেয়ে ,
পড়শী কিছু বলতে গেলেই
অমনি আসে ধেয়ে ।
বাবা মাকে বললে কিছু
ঝগড়া বেঁধে যায়,
বাবা বোনে বলে যত
অধিক বলে মায় ।
এমনি করে দিনে দিন
বাধন হাড়া হয়,
পাড়া পড়শী তাকে দেখে
পেতে থাকে ভয় ।
এ– স্বভাবেই কতক বাবা
আত্ম তৃপ্তি পায় ,
ছেলের নামে তাকেও এখন
অনেকেই ভয় পায় ।
চাঁদা বাজি ছিন্তাই আরও
অন্যায় কাজ যত,
দিনে দিনে মাত্রা বেরে
ঘটে শত শত ।
নির্যাতিত মানুষ একদিন
যায় পুলিশের ধারে,
ধাওয়া খেয়ে একদিন তারা
নিজ রাজ্য ছাড়ে ।
একদিন তাহার বাবা মায়ের
নেশার ঘোর কাটে,
ছেলেকে বাঁচানোর তরে
দোর দোরে হাটে ।
অসময়ে কাঁদলে কি আর
রক্ষা পাওয়া যায়,
দিনের শেষে ক্লান্ত হয়ে
ঘরে ফিরে মায় ।
পরদিন ভোরে খবর আসে
মস্তানে মস্তান ,
ঝগড়া বেঁধে মরেছে তার
আদরের সন্তান । ।
১,৫৬৭ বার পড়া হয়েছে
বাস্তব চিত্র !
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । শুভ কামনা । ভাল থাকুন ।
ভাল লেগেছে মাস্তান হওয়ার পিছনের কারণ গুলির বর্ণনা করেছেন । ছড়া আকারে লেখা কবিতা টি পড়তে বেশ ছন্দময়। অনেক ধন্যবাদ রহমান ভাই। শুভেচ্ছা রইল কেমন।
আপনার ভাল লেগেছে শুনে খুশী হলাম । ভাল থাকুন ।
mastan kano hoy tar bastob bornona vishion valo hoeyce …shuvo kamona roilo .!
ধন্যবাদ । খুশী হলাম কষ্ট করে পড়েছেন বলে । শুভেচ্ছা রইল ।
Oti bastav
sundar lekha
আনন্দিত হলাম সুন্দর মন্তব্যের জন্য । শুভ কামনা ।ভাল থাকুন ।
Balo laglo
ধন্যবাদ । ভাল থাকুন ।
সত্যি কথাই আপনার লেখায় ফুটে উঠেছে।
সুন্দর মন্তভ্যের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল ।