Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মানুষ হ

লিখেছেন: সোহেল আহমেদ পরান | তারিখ: ২৪/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1058বার পড়া হয়েছে।

naree

নারী কেবল ভোগ-সামগ্রী
সে কি মানুষ মোটে না?
কেনো তবে তার কপালে
প্রাপ্যটুকু জোটে না?

নারী কেবল মানুষ তো নয়
মায়ের চরণ স্বর্গ সে,
তবু কেনো নারীর তরে
নিগ্রহ – তা বর্গ সে?

নারী কভু আদরের বোন
কভু প্রাণের সখা সে
কেনো অযাচিত থাবা!
আদর পাখি চখা সে।

নারী হলো শান্তি-ছায়া
জীবন যুঝে রোজই সে,
তবু কেনো জীবনবাজি
হয় যে লোভের ভোজই সে!

নারী তো আজ সমান তালে
মেধা এবং মননে,
ঘরে সে মমতাময়ী
যোগ্যও সে রণনে।

নারীর ভালোবাসার ঋণে
সবারই তো দায় আছে,
সেই সে নারীর অপমানে
কারোরই সায় আছে?

নারীর কেনো পথেঘাটে
থাকেই তবু নিগ্রহ?
কুলাঙ্গার সেই পুরুষ অংশ
মানুষ তোরা শীঘ্র হ।

সো আ প
২৩/৫/১৫
ছবিঃ ইন্টারনেট

১,০৫০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১০৩ টি
সর্বমোট মন্তব্য: ৬৫৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৫-২৭ ০৪:০৪:৩১ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “নারী কেবল ভোগ-সামগ্রী
  সে কি মানুষ মোটে না?
  কেনো তবে তার কপালে
  প্রাপ্যটুকু জোটে না?”
  চমৎকার কবিতা হয়েছে কবি।
  অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।

 2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি সাথে আমিও সহমত পোষণ করলাম

  …………………সুন্দর লিখা

 3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লিখেছেন । লিখাটা আগেও পড়েছি মনে হচ্ছে ! হয়তো ফেসবুকেও হতে পারে । অনেক ভালোলাগার মতো লিখা । শুভেচ্ছা জানবেন প্রিয় ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top