নোটিশ
মানুষ
এই লেখাটি ইতিমধ্যে 965বার পড়া হয়েছে।
মানুষ
আহমেদ ফয়েজ
মানুষ বাস করে
মানুষ বাধা পরে
অপরিমেয় বন্ধনে;
মানুষ হতাশ হয়
বাক শক্তি ক্ষুব্ধ হয়
মানুষ ভেঙ্গে পরে ক্রন্দনে।
সবকিছু থেকে মুক্তি চায়
সবকিছু গড়ে শান্তি পায়।
১,০৮৬ বার পড়া হয়েছে
মানুষ নামেই আজ দুইটি কবিতা পড়লাম, কাজী নজরুলেরও ামনুষ নামের একটি কবিতা আছে
ধন্যবাদ ভাই। আমি সেটা পড়েছি।
বেশ ভাল লিখলেন। নিয়মিত লিখুন।
ধন্যবাদ আমির হোসেন ভাই। আপনিও ভালো লিখছেন। আপনার রোজা সম্পর্কিত একটি লেখা আমি ফেসবুকে শেয়ার করেছি।
ফয়েজ ভাই আমার লেখাটি ফেসবুকে শেয়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
ভাল লেগেছে। চালিয়ে যান অবিরত . . . . .
ধন্যবাদ ভাই
আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন
ভালো লাগল। চালিয়ে যান।
ধন্যবাদ
ভাল লেগেছে 1
সবকিছু থেকে মুক্তি চায়
সবকিছু গড়ে শান্তি পায়।
হুম
সুন্দর লিখেছেন শুভকামনা
মানুষই সব করে, মানুষই সব পারে।
ছন্দময় প্রকাশ
হাছাই মানুষ সবই পারে সব সব ই