Today 30 Nov 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মানুষ

লিখেছেন: আহমেদ ফয়েজ | তারিখ: ১২/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1088বার পড়া হয়েছে।

মানুষ

আহমেদ ফয়েজ

মানুষ বাস করে
মানুষ বাধা পরে
অপরিমেয় বন্ধনে;
মানুষ হতাশ হয়
বাক শক্তি ক্ষুব্ধ হয়
মানুষ ভেঙ্গে পরে ক্রন্দনে।

সবকিছু থেকে মুক্তি চায়
সবকিছু গড়ে শান্তি পায়।

১,২০৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখির জন্য কাজ করি। পড়ি। লিখি। লেখা হয় কিনা জানি না। কাজ করছি একটি এনজিওতে। এছাড়া পাক্ষিক সময়ের বিবর্তন’র সহকারি সম্পাদক হিসেবে কাজ করছি প্রায় ১০ বছর ধরে।
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৫ ১৩:২০:৫৮ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  মানুষ নামেই আজ দুইটি কবিতা পড়লাম, কাজী নজরুলেরও ামনুষ নামের একটি কবিতা আছে

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  বেশ ভাল লিখলেন। নিয়মিত লিখুন।

 3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে। চালিয়ে যান অবিরত . . . . .

 4. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

  ভালো লাগল। চালিয়ে যান।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে 1

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সবকিছু থেকে মুক্তি চায়
  সবকিছু গড়ে শান্তি পায়।

  হুম

  সুন্দর লিখেছেন শুভকামনা

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  মানুষই সব করে, মানুষই সব পারে।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছন্দময় প্রকাশ

  হাছাই মানুষ সবই পারে সব সব ই

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top