Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মায়াবিনী আমার মায়াবিনী

লিখেছেন: মোঃ ওবায়দুল ইসলাম | তারিখ: ২৬/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 962বার পড়া হয়েছে।

মায়াবিনী আমার মায়াবিনী
– মোঃওবায়দুল ইসলাম

মায়াবিনী, তুমি আমার মায়াবিনী
বিনিদ্রিত নয়নে সর্বদা তোমার মুখখানা
ভাসে। ভেসে ওঠে তোমার ওষ্ঠাধর, চোখদুটো
সুস্পষ্ট ধরা পড়ে – আমার শ্রাবনের অঝোর চোখে।

নিদ্রিত চোখে ধরা দাও আমার কক্ষে
মনে হয় তোমার কেশেরা আমার সোনালী
সকাল থেকে দূরে রাখার জন্য বিছিয়ে দিয়েছ;
তার মাঝেও হাতড়ে ফিরি তোমার মধুর হাসি।

আমার সর্বসত্তা জুড়ে তুমি মায়াবিনী যেন
অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ।

সুখালয়, নিমহাওলা
৩০/১০/২০০৫

কবিতাটি ২৫/০৮/২০০৬ তারিখে বাংলাদেশ বেতার , খুলনা র অঙ্কুর থেকে প্রকাশিত হয়।

১,০২৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নাম : মো: ওবায়দুল ইসলাম শিক্ষাগত যোগ্যতা : এল এল. বি ; বি.এ (১ম ); এম.এ (বাংলা) । পেশা : সহকারী ব্যবস্থাপক (বানিজ্যিক) , বেঙ্গল ইন্ডিগো লি: ভাই বোন : ২ ভাই, ৩ বোন। ঠিকানা: সুখালয়, নিমহাওলা, ঝালকাঠী - ৮৪১০। ইমেইল : obayedtanubd@gmail.com
সর্বমোট পোস্ট: ৪৫ টি
সর্বমোট মন্তব্য: ২৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৭ ১১:৫৪:৫৭ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা,মায়াবিনী আমার মায়াবিনী,ভাল লেগেছে।

  • মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

   শুভ সকাল ভাই। আপনার মতামতটি ভাল লাগল। আপনাকে আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। এই কামনাই রইল।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল হয়েছে ।

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ।

  চাঁদ হয়ে থাকুক
  আর চাঁদ পানে চেয়ে লিখুন
  সুন্দর সুন্দর কবিতা
  অনেক ভাল লাগা।

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আমার সর্বসত্তা জুড়ে তুমি মায়াবিনী যেন
  অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ।
  ———————-
  চাঁদের ও কলঙ্ক আছে।

  • মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

   শুভ সকাল ভাই। আপনার মতামতটি ভাল লাগল। আপনাকে আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। এই কামনাই রইল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top