নোটিশ
মৃত্তিকা, শোনো
এই লেখাটি ইতিমধ্যে 1286বার পড়া হয়েছে।
মৃত্তিকা,
তোমার বিস্তীর্ণ বক্ষ চিরে
সবুজের যে দীপ্ত হাসি উথলে পড়ে
তাতে কি তুমি তুষ্ট হও?
শীতের শুস্কতা
গ্রীষ্মের রুক্ষতার কষ্টকে কি
মুছে দিতে পারে
বর্ষার শীতল, আদ্র অনুভূতি?
তুমি কি কখনো হাসো?
কিংবা বঞ্চিত হয়ে কাদো?
কি করবো বল?
জীবনের রশি ধরে টেনে নেয়ার ব্যস্ততা
আমাকে বেধেছে আস্টেপৃষ্ঠে
তোমার বুকে কান পেতে কখন শুনব
না বলা তোমার সে কথা?নিঃস্তব্ধ সে অনুভূতি?
তারপরও……
ভেবনা
তোমার বক্ষ পরে দাবড়ে বেড়ানো
অযুত জঞ্ঝা বা অনাচারের মুখোমুখি
শক্ত দাঁড়িয়ে থাকব আমি
তোমারই সন্তান
মামুলী এক ভুমিপুত্র!
১,২৮১ বার পড়া হয়েছে
মাটিই তো মা
দারুণ
খুব সুন্দর লিখেছেন
শুভেচ্ছা কবি
খুব সুন্দর লিখা।
শুভেচ্ছা কবি।
ভাল লাগল লেখাটি । সুন্দর ভাবের প্রকাশ । শুভেচ্ছা রইল ।
চমৎকার লিখেছেন । সুন্দর কবিতার জন্য কবিকে শুভেচ্ছা জানাই ।
এমন লিখা আরো আসুক…
ভালো প্রয়াস
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
পড়ে ভালো লাগলো খুব
শুভ কামনা রইল