Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মেঘলা

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ১৭/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1078বার পড়া হয়েছে।

মেঘলা আকাশের মগ্ন ছবি
বাতাসে আঁকছে সকালের রবি,
নিঝুম গাছের দাঁড়িয়ে থাকা
সবুজ পাতারা নাড়ছে মাথা ;
দিগন্তে নাচে আলোর মালা
বাসায় পাখিদের কাটছে বেলা ।
দূরে দেখি কর্মের নেই উল্লাস
ছায়াময় প্রকৃতি শুধুই উদাস ,
পাহাড়ের গায়ে মেঘেদের কথা
চুপিসারে শুনে নেয় বৃষ্টি সেথা ;
সময় তো দাঁড়িয়ে স্বপ্নের ঘোরে
বলাকা উড়ে যায় খুব দূরে দূরে ;
জাগছে পৃথ্বী যেন ধীর পদক্ষেপ
মেঘের মায়ায় তারই অভিষেক ।।

-০-০-০-০-০

১,০৫৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. এস কে দোয়েল মন্তব্যে বলেছেন:

  মেঘলা আকাশের মগ্ন ছবি
  বাতাসে আঁকছে সকালের রবি,
  নিঝুম গাছের দাঁড়িয়ে থাকা
  সবুজ পাতারা নাড়ছে মাথা ;
  দিগন্তে নাচে আলোর মালা
  বাসায় পাখিদের কাটছে বেলা ।

  সুন্দর কবিতা। ভাল লাগলো।

 2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  সুন্দর।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ

 4. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অন্ত্যমিল খুব ভাল হয়েছে দাদা —- ।।

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  জসীম উদ্দিন ভাইয়ের সাথে এক মত হতে পারলাম না বলে দু:খিত । কারণ কবিতাটিতে অনেক অন্ত মিল বিভ্রাট আছে । যেমন ৩য়
  চরণে থাকা ও ৪থ চরনে মাথা অন্ত মিল এক নয় । ৫ম চরণে মালা এবং ৬ষ্ঠ চরণে-বেলা অন্ত মিল অশুদ্ধ ।যেমন –মালা=ম+আ+লা= আলা এবং বেলা= ব+এ=লা=এলা । ৯ম চরণে কথা = ক+অ+থা= অথা এবং ১০ম চরণে-সেথা =স+এ +থা =এথা । অথা আর এথা অন্ত মিল অশুদ্ধ । পদক্ষেপ আর অভিষেক অন্ত মিল অশুদ্ধ । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যতায় ছন্দ অন্তমিল বেশ সুন্দর
  বেশ ভাল
  শুভ কামনা
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top