Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মেয়েটিও কি ভুল করেনি ?

লিখেছেন: নুসরাত শারমিন লিজা | তারিখ: ০৬/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1071বার পড়া হয়েছে।

একটা মেয়ে ছিল, একটা ছেলেকে অনেক ভালোবাসতো । ছেলেটি প্রথমে মেয়েটিকে অবহেলা করত । পাত্তা দিত না । আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব গভীর হতে থাকে, ছেলেটি ধীরে ধীরে মেয়েটির ভালোবাসায় সারা দেয়। দুজন জীবনটাকে সুন্দরভাবে পার করতে থাকে । কিন্তু হঠাৎ মেয়েটি খেয়াল করে ছেলেটি বদলে যাচ্ছে । তার সাথে কথা কম বলে । মোবাইল বন্ধ থাকে ।একদিন মেয়েটি জানতে পারে ছেলেটির জীবনে অন্য কেও আছে । মেয়েটি ভেঙ্গে পড়ে। কি করবে বুঝতে পারে না । অনেক চেষ্টা করে ছেলেটিকে তার জীবনে ফিরিয়ে আনার কিন্তু ছেলেটি এমনি ওর থেকে আরো দূরে চলে যেতে থাকে ।

 

একদিন এক রাতে মেয়েটি নিজের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মেয়েটি মারা যায়। রেখে যায় তার পরিবারের জন্যে অসীম কষ্ট । মেয়েটির বাবা মেয়েটিকে খুব ভালোবাসতো । কিন্তু তার আত্মহত্যার পর থেকে তার বাবা পাগল হয়ে যায়। ১০ বছর পর আজো মেয়েটির পরিবার তার বাবার চিকিৎসা একটি মানসিক হাসপাতালে করাচ্ছে । মেয়েটির মা এবং বড় বোন কোনমতে তাদের সংসার চালাচ্ছে।

 

ছেলেটি কি হয়েছে তা আমি জানি না । হয়ত বিয়ে করে সুখে আছে । অথবা কোন কারনে কষ্টে আছে । ছেলেটি তো মেয়েটিকে ধোঁকা দিয়ে গুনাহ করেছেই । কিন্তু মেয়েটিও কি ভুল করেনি ? এমন আমরা অনেকেই করি। অনেকেই আত্মহত্যার চেষ্টা করি । কেও মারা যায়, কেও বেঁচে থাকে ।

 

একটা ছেলে বা মেয়ের ভালোবাসা আমাদের কাছে এত বড় হয়ে যায় যে সৃষ্টিকর্তার দেয়া জীবন মূল্যহীন হয়ে যায় ?

 

বাবা মার ভালোবাসা কি এতই সস্তা ? তাদের ত্যাগ কি কোন মানেই রাখে না আমাদের জন্যে ?

 

যে আত্মহত্যা করে সে তো চলে যায়, কিন্তু পেছনে রেখে যায় এক অভিশাপ । যা তার পরিবার, কাছের মানুষকে ধ্বংস করে দেয় । দু বছরের প্রেম ২৫ বছরের বাবা মার সকল ভালোবাসা, ত্যাগ থেকে বড় হয়ে যায় । আপনাদের বলছি যারা ভালোবাসায় কষ্ট পেয়েছেন তাদেরকে বলছি, জীবনে সেই মানুষটিকে সবকিছু ভাববেন না, যে আপনাকে কষ্ট দিয়েছে ।

 

ভালোমতো তাকিয়ে দেখুন আশেপাশে এমন অনেকেই আছে যে শুধু আপনার মুখের হাসি দেখে বেঁচে থাকে । কারো জন্য আপনি কিছুই না, কিন্তু আপনার বাবা মার জন্যে আপনি তার পৃথিবী । সেই পৃথিবীকে এভাবে নষ্ট করবেন না । আমার কথায় কেও দুঃখ পেয়ে থাকলে মাফ করে দিবেন । কাউকে কষ্ট দিতে কথাগুলো লিখিনি। ভালবাসা হারিয়ে গেলে আমরা মনে করি পৃথিবীর সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা সম্পূর্ন ব্যাতিক্রম , এইটা শুধু মাত্র জীবনের শুরু।

 

এই লেখাটি  ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য।

১,১১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৫ ১২:১১:৩০ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ভালবাসার গল্প। ভাল লাগল।

  2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    পড়লাম
    ভাল লেগেছে অনেক ।

  3. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

    ভাল লিখেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top